রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

১৭২ তম শহীদ আব্দুল আজিজের ছোট ভাই সাবেক সাথী আহসান উল্যাহ’র ইন্তেকালে গভীর শোক

ছাত্রশিবিরের ১৭২ তম শহীদ আব্দুল আজিজের ছোট ভাই সাবেক সাথী আহসান উল্যাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, তিনি গতকাল সৌদিআরব জেদ্দায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ২০১৩ সালে তার বড় ভাই আব্দুল আজিজসহ তার উপর নৃশংস হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এসময় শাহাদাৎ বরণ করেন আব্দুল আজীজ ও মারাত্বক আহত হন তিনি। এরপরও একাধিকবার তিনি আওয়ামী সন্ত্রাসীদের আক্রমনের শিকার হন। পরে শারীরিক অসুস্থতা নিয়েই সৌদি আরব যান। কিন্তু সেখানে কাজে যোগ দেয়ার আগেই মারাত্বক ভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা নিয়ে দীর্ঘ ৪ মাস জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গতকাল তিনি ইন্তেকাল করেন। পরিবারের দারিদ্রতাকে উপেক্ষা করেও দুই ভাই ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ। তার ইন্তেকালে ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মী আজ শোকাহত। ইসলামী আন্দোলনে তার ত্যাগ ও দৃঢ়তা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সংশ্লিষ্ট