৪৬ তম মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপি কর্মসূচি ঘোষণা

এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ও সেক্রেটারী জেনারেল ড. মোবারক হোসেন সর্বস্তরের নেতাকর্মীকে এ কর্মসূচিতে স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করার নির্দেশ দিয়ে বলেন, সর্বোচ্চ দায়িত্ব অনুভুতি নিয়ে বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহন করতে হবে। শিবির সভাপতি বলেন, আদর্শহীন রাজনৈতিক অবস্থানের কারণে স্বাধীনতার এত বছর পরও সত্যিকারের বিজয় অর্জিত হয়নি। এই রাজনৈতিক শুন্যতাকে ইসলামী মূল্যবোধের আদর্শ দিয়ে পূরণ করতে হবে। নৈতিকতা ভিত্তিক আদর্শীক নেতৃত্ব তৈরীর প্রচেষ্টা আরও তীব্র করতে হবে। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকলকে প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিজয়ের অর্জনকে অর্থবহ করতে সকলকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।