দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদকের স্ত্রীর ইন্তেকালে ছাত্রশিবিরের শোকবার্তা
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিনের স্ত্রী দিলরুবা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, আমরা গভীর বেদনার সাথে জানতে পেরেছি যে, গত সোমবার রাত ১০টার দিকে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিনের স্ত্রী দিলরুবা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন যোগ্য ও দেশপ্রেমিক নাগরিককে হারালো। দেশ ও জাতির জন্য নিজ অবস্থানে থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত নসীব করুন।
সংশ্লিষ্ট
- অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ইন্তেকালে ছাত্রশিবিরের শোকবার্তা
- পুলিশের গুলি ও নির্যাতনে পঙ্গুত্ববরণকারী সাবেক শিবির কর্মী মুহাম্মদ নাঈম উদ্দিন মুরাদের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
- মাওলানা আব্দুস সোবহানের ইন্তেকালে ছাত্রশিবিরের গভীর শোক
- ইবি'র দুই মেধাবী ছাত্র ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধান দাবী করে ছাত্রশিবিরের বিবৃতি
- শাইখুল হাদীস আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
- জাতির প্রত্যাশা পূরণে সুদৃঢ় পথচলা অব্যাহত রাখতে হবে-আমীরে জামায়াত
- মেয়র প্রার্থী ইশরাকের সাথে শিবির নেতৃবৃন্দের সাক্ষাৎ উল্লেখ করে সাবেক ছাত্রলীগ নেতা ও কিছু গণমাধ্যমের মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
- ২০২০ সেশনের জন্য ছাত্রশিবিরের সেটআপ সম্পন্ন
- ডাকসু’র ভিপিসহ আন্দোলনকারী ছাত্রদের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীদের হামলা ও বর্বর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- বিজয়ের স্বপ্ন পূরণে সমৃদ্ধ আগামীর পথে অগ্রযাত্রা অব্যাহত থাকবে-শিবির সভাপতি