দেশের স্বার্থ রক্ষায় সোচ্চার থাকতে হবে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, শুধু জনগণের জান-মাল নয় বরং দখলদার অপশক্তি দেশের স্বার্থও জলাঞ্জলি দিয়ে যাচ্ছে। তাই নেতাকর্মীদের দেশের স্বার্থ রক্ষায় সোচ্চার থাকতে হবে।
তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের উদ্যোগে সদস্যদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি এম শামিমের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেন।
শিবির সভাপতি বলেন, দেশের মানুষের অধিকার হরণের পাশাপাশি দেশের স্বার্থও বিলিয়ে দেয়ার প্রতিযোগিতা চলছে। সম্প্রতি আমাদের পার্শবর্তি দেশ আন্ত:নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর আগে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর কথা বলা হলেও তারা তা স্থায়ী করে নিয়েছে। ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬ কোটি মানুষকে এর খেসারত দিতে হচ্ছে। এখন আন্ত:নদী সংযোগ প্রকল্প চালু হলে বাংলাদেশ প্রকৃতপক্ষেই মরুভূমিতে পরিণত হবে। এটি জনগণের বাঁচা-মরার সাথে জড়িত হলেও নতজানু এ সরকারের কোন উদ্যোগ নেই। এই নিরবতা দেশের ধ্বংসের সম্মতি ছাড়া কিছু নয়। সরকারের এই আত্মঘাতী নিরবতা কোন গোপন চুক্তির অংশ কি না দেশের মানুষ তা জানতে চায়।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে ছাত্রসমাজ। কিন্তু দু:খের বিষয় জাতির এই ক্রান্তিলগ্নে ছাত্রসমাজের একটি অংশ লেজুরবৃত্তি বেছে নিয়েছে। ছাত্র রাজনীতিকে আয়ের মাধ্যম বানিয়ে প্রতিদিনই জাতিকে লজ্জাজনক ঘটনা উপহার দিচ্ছে। গতকালও মাগুড়ায় ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের বলি হয়েছে মাতৃগর্ভে থাকা একটি শিশু ও তার মা। পাষন্ডদের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে গর্ভে থাকা এই শিশুটি। এই নজীরবিহীন বর্বরতা ছাত্রসমাজ ও জাতির জন্য চরম লজ্জাবয়ে এনেছে। ছাত্রলীগ তাদের অনুষ্টিতব্য সম্মেলনকে নিষ্পাপ এক শিশুর রক্তে রাঙ্গিয়ে নিয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে টু শব্দটিও করা হয়নি। এই জনসমর্থহীন রাষ্ট্রীয় শক্তি দিয়ে দেশ ও জাতির স্বার্থ জলাঞ্জলি দেয়া ছাড়া রক্ষা হবে না তা বার বার প্রমাণ হয়েছে। কিন্তু ছাত্রশিবির দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞবদ্ধ। সুতরাং কারো দিকে তাকানোর সময় নেই। যার যার অবস্থানে থেকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জনগণের সামনে দেশে ও ইসলামের শত্রুদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। প্রয়োজনে ছাত্রজনতাকে সাথে নিয়ে স্বার্থ ও অধিকার রক্ষায় যে কোন ত্যাগের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্ট
- কাছে কিংবা দূরে থাকি হৃদয়ের বন্ধন অটুট রাখি
- কারাগারে আল্লামা সাঈদীকে যেমন দেখেছি
- এ আকাশ মেঘে ঢাকা রবেনা
- মুমিনের কোনো দিন পরাজয় নেই
- চারিত্রিক দৃঢ়তা বয়ে আনে সফলতা
- পরিচ্ছন্ন থাকতে চাই শুধু সদিচ্ছা
- পরকালীন সফলতাই প্রকৃত সফলতা
- আল্লাহর প্রতিশ্রুতি পূরণে মুমিনের করণীয়
- 'শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা' জীবন-সৌন্দর্যের নান্দনিক প্রতিচ্ছবি
- রাষ্ট্র বা সমাজ পরিচালনায় প্রয়োজন নৈতিকতাসম্পন্ন, দক্ষ ও পেশাগত নেতৃত্ব