বুধবার, ০৬ মে ২০১৫

নতুন প্রজন্মকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, নতুন প্রজন্মকে যোগ্যতা সম্পন্ন করে গড়া নয় বরং ধ্বংস করার প্রতিযোগিতায় লিপ্ত রাষ্ট্রীয় শক্তি। কিন্তু আমাদের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তাই ছাত্রদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের থানা দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সভাপতি হাসানুজ্জামানের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নিজামুল হক নাঈম, নারায়নগঞ্জ মহানগরী সভাপতি খালিদ মাহমুদ।


শিবির সভাপতি বলেন, এদেশের ছাত্রসমাজ ঈর্ষণীয় মেধাবী। শুধু দেশে নয় বিদেশের মাটিতেও এদেশের মেধাবীরা প্রতিভার স্বাক্ষর রাখছে। কিন্তু দুঃখের বিষয় হল তাদের পৃষ্টপোষকতা না দিয়ে উল্টো ধ্বংস করার প্রতিযোগিতায় লিপ্ত রাষ্ট্রীয় শক্তিসহ দেশ বিদেশের ষড়যন্ত্রকারীরা। অত্যান্ত লজ্জাজনক ভাবে শিক্ষাকে অপরাজনীতির হাতিয়ার বানানো হয়েছে। রাষ্ট্রীয় মদদে প্রশ্নপত্র ফাঁস, চোখ বুজে বেশি নাম্বার দেয়ার নির্দেশনা মেধাবীদের চরম ভাবে হতাশাগ্রস্থ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা অজুহাতে মেধাবীদের ভর্তির সুযোগ না দিয়ে মেধাবীদের অবমূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ছাত্রসংগঠনের সিমাহীন নিপিড়ণে ছাত্র-শিক্ষক সবাই অনিরাপদ হয়ে পড়েছে। একই ভাবে চলছে অপসংস্কৃতি ও মাদকের জোয়ার। ভয়ঙ্কর ব্যপার হলো মেধাবীদের ধ্বংস করার জন্য সকল অপতৎপরতায় রাষ্ট্রীয় শক্তি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। ফলে লাখো সম্ভাবনাময় মেধাবীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তায় ঢেকে গেছে। কিন্তু বাতিলের জাতি বিনাশী অপতৎপরতা আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারিনা। যার যার অবস্থান থেকে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নিজেদেরও বিরত থাকতে হবে।


তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আজ প্রমাণ হয়েছে আগামী প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলা ও ধ্বংসের হাত থেকে বাচানোর একমাত্র রক্ষা কবজ ইসলামের আলোকে জীবন পরিচালনা করা। তাই প্রতিটি দায়িত্বশীলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানষিকতা নিয়ে ময়দানে থাকতে হবে। যত বাধাই আসুক না কেন প্রতিটি ছাত্রের কাছে কল্যাণের পথে আহবান পৌছাতে হবে। নেতাকর্মীদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। মনে রাখতে হবে কাঙ্খিত যোগ্য নাগরীক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ।

সংশ্লিষ্ট