শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩

৯৬তম শহীদ মুহাম্মদ সাহাব উদ্দিনের মায়ের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

ছাত্রশিবিরের ৯৬তম শহীদ মুহাম্মদ সাহাব উদ্দিনের সম্মানিতা মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, "প্রিয় শহীদ মুহাম্মদ সাহাব উদ্দিনের সম্মানিতা মাতা ১৭ আগস্ট রাত ১১টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

"তিনি সে সন্তানের জননী, যে সন্তান সাহাব উদ্দিন যেমন ছিলেন অত্যন্ত মেধাবী, ঠিক তেমনই ছিলেন উত্তম চরিত্রের জ্বলন্ত উদাহরণ। মৃত্যুর মুখেও দাঁড়িয়ে সাহাব উদ্দিনের ঈমান দীপ্ত দৃঢ়তা ইসলামী আন্দোলনের জন্য প্রেরণার  হয়ে থাকবে।

আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী মেধাবী ছাত্রনেতা শহীদ মুহাম্মদ সাহাব উদ্দিন যেমন আমাদের জন্য প্রেরণার বাতিঘর, তাঁর জননীও ছিলেন ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণা। 

প্রিয় সন্তানের শাহাদাত তাঁকে নিদারুণ কষ্ট দিলেও ঈমানি দৃঢ়তা সামান্যটুকুও কমাতে পারেনি। তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের নিয়ে ব্যাকুল থাকতেন আর আমাদের মাঝেই তাঁর প্রিয় সন্তানকে খুঁজে পেতেন। নিজের মনকে সান্ত্বনা দিতেন। প্রিয় শহীদের সম্মানিতা মাকে হারিয়ে ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তি আজ শোকাহত!

আমরা মহান আল্লাহর কাছে প্রিয় মায়ের জন্য মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ অক্টোবর দুপুর ১২.৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী ডিগ্রি কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।