বুধবার, ৩১ মে ২০২৩

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩

GROW FOOD, NOT TOBACCO
"খাদ্য ফলান, তামাক নয়" প্রতিপাদ্য কে সামনে রেখে পালিত হচ্ছে এবারের বিশ্ব তামাকমুক্ত দিবস।

তামাক বলতে শুধু সিগারেটকে বুঝায় না, বরং পান মশলা, গুটকা, জর্দা, খৈনী, ই -সিগারেট, ভ্যাপ, সীসা, হুক্কা সবকিছুই তামাকজাত দ্রব্য। তামাকে ৭২ ধরণের কার্সিনোজেন (ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ) আছে, যা গ্রেড ১ শ্রেণিভুক্ত।

জনস্বাস্থ্যবিদদের মতে, ১০০ জন ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে ৭৫ জনই তামাক বা তামাকজাত দ্রব্যের সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে থাকে নিকোটিন, যা আসক্তির জন্ম দেয় এবং এর ফলে মানুষ ধূমপান ত্যাগ করতে পারেনা চেষ্টা সত্ত্বেও।

তামাক ব্যাবহারের ফলে হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট অ্যাটাক, আর্টারিওভাস্কুলার ডিজিজ, বন্ধ্যাত্ব, অ্যাজমা, খাদ্যনালী, শ্বাসনালী, ফুসফুস, মুখগহ্বর, মূত্রথলির ক্যান্সারসহ নানাবিধ রোগব্যাধি হয়।
চিকিৎসা বাবদ অর্থব্যয় হয়, একই সাথে পরিবারের সকল সদস্য দূর্ভোগের স্বীকার হোন।

বর্তমানে পৃথিবীর ১২৫টিরও বেশি দেশের প্রায় ৪ মিলিয়ন হেক্টর জমিতে তামাক চাষ হয়। শীর্ষ তামাক উৎপাদনকারী দেশগুলোর অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশ। পৃথিবীব্যাপী উৎকৃষ্ট মানের জমি ক্রমবর্ধমানহারে তামাকচাষে ব্যবহৃত হওয়ায় খাদ্য ফসলের জমি ক্রমশ হ্রাস পাচ্ছে। এসব জমি খাদ্যফসল ফলানোর কাজে ব্যবহার করা গেলে লাখ লাখ মানুষের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তার সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

তামাক শ্রমনির্ভর ফসল। তামাক চাষের শুরু থেকে বিক্রি পর্যন্ত প্রায় ৯ মাস সময় লাগে। ফলে এই জমিতে অন্য খাদ্যশস্য চাষ করা কঠিন হয়ে পড়ে। তামাক চাষ যেহেতু মাটির উর্বরতা হ্রাস করে, তাই এই জমিতে অন্যান্য ফসল উৎপাদনের ক্ষমতাও কমতে থাকে। এছাড়া একই জমিতে পরপর দুই বা ততোধিক ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয়।

আসুন নিজেরা সচেতন হই, প্রিয় মানুষদের সচেতন করি।

সংশ্লিষ্ট