সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

ঢাকা মহানগর পশ্চিম শাখার শহীদ শেখ মোজাম্মেল হক মঞ্জুর মায়ের জানাযা ও দাফন সম্পূর্ণ।

ঢাকা মহানগর পশ্চিম শাখার শহীদ শেখ মোজাম্মেল হক মঞ্জুর মায়ের জানাযা ও দাফন সম্পূর্ণ।

ছাত্রশিবিরের ৬৪তম শহীদ শেখ মোজাম্মেল হক মঞ্জুর সম্মানিতা মাতা জাহানারা বেগম দুরারোগ্য রোগে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল (রবিবার) সন্ধ্যা ৭.৩০ টায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) সকাল ৭.৩০ রাজধানীর মিরপুর ১৩ এলাকায় দারুল উলুম ঢাকার মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজের পর কালশী করবস্থানে দাফন সম্পূর্ণ হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ নুরুজ্জামান নাবিল, ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি ও সেক্রেটারিসহ শতাধিক নেতা-কর্মী।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর গাজীপুরে শাহাদাতবরণ করেন ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মী শেখ মোজাম্মেল হক মঞ্জু। তিনি মিরপুর বাংলা কলেজের মেধাবী ছাত্র ছিলেন। পিতা মৃত ডা. শেখ জামাল উদ্দিন এর ৫ ছেলে ও ৪ মেয়ের মধ্যে শহীদ শেখ মোজাম্মেল হক মঞ্জু ভাই ছিলেন ২য় সন্তান।