রবিবার, ২৫ জুলাই ২০২১

শহীদ এ. কে. এম গোলাম ফারুকের মায়ের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

বরিশাল মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রশিবিরের ৪১তম শহীদ এ. কে. এম গোলাম ফারুকের শ্রদ্ধেয় মাতা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের ৪১তম শহীদ এ. কে. এম গোলাম ফারুকের শ্রদ্ধেয় মাতা বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন মমতাময়ী জননীকে হারালো। প্রিয় সন্তান শহীদ এ. কে. এম গোলাম ফারুককে হারিয়েও তিনি ছিলেন দ্বীনের পথে অবিচল। আমাদের জন্য তিনি ছিলেন প্রেরণা। তিনি প্রিয় সন্তানকে হারালেও সন্তানের দ্বীন কায়েমের স্বপ্নকে লালন করে গেছেন জীবনের শেষ মহুর্ত পর্যন্ত। ছাত্রশিবিরের প্রতি তার দোয়া, ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোন দিন ভুলবে না। সম্মানিতা মা’কে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ জুলাই ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বর হামলায় গুরুতর আহত হন বরিশাল মেডিকেল কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্র ও শিবির কর্মী এ. কে. এম গোলাম ফারুক। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই রাত ৩টায় তিনি শাহাদাৎ বরণ করেন।