মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

শহীদ মো: ইয়াহিয়ার পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোকবার্তা

ছাত্রশিবিরের ৫৩ তম শহীদ মোঃ ইয়াহিয়ার শ্রদ্ধেয় পিতা আমজাদ স্বর্ণকার (৭৫) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ-পিতা জনাব আমজাদ স্বর্ণকার গতকাল সোমবার রাত ১০টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারালো। প্রিয় সন্তান শহীদ ইয়াহিয়ার শাহাদাতের পরে তিনি শহীদের গর্বিত পিতা হিসেবে দ্বীনের বিজয়ের জন্য স্বপ্ন দেখে গিয়েছেন আজীবন; প্রত্যাশার দৃষ্টি দিয়ে তাকিয়েছেন প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি। ছাত্রশিবিরের প্রতি তাঁর ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবির নেতাকর্মীরা কোন দিন ভুলবে না। তাঁর ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি গভীরভাবে শোকাহত। উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৪ জানুয়ারি সকাল ১১টায় চবি’তে দুদিন আগে সন্ত্রাসী হামলায় নিহত শিবির নেতা শহীদ কাজী মোশারফের খুনিদের বিচারের দাবীতে দেশের অন্যান্য স্থানের মত রাজশাহী মহানগরীতেও ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করে। বেলা ১১টার দিকে মিছিল শুরু হয়ে রাজশাহী কলেজের সামনে আসতেই শিবিরের মিছিলে হামলা করে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। তারা রাইফেল, কাটা রাইফেল, পিস্তলসহ ভয়ানক আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ২০/২৫ জন শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। এ বর্বর হামলায় নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন শিবিরকর্মী ইয়াহিয়া।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে শহীদের পিতার জন্য দোয়া করছি আল্লাহ তা’য়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

সংশ্লিষ্ট