ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. আমিনুল ইসলাম মুকুলের মাতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. আমিনুল ইসলাম মুকুলের সম্মানিত মাতা জাহানারা বেগমের (৮৫) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. আমিনুল ইসলাম মুকুলের সম্মানিত মাতা জাহানারা বেগম বার্ধক্যজানিত কারণে পবিত্র রমজানের বরকতময় দিন জুময়াতুল বিদা আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা আজিমপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর বিদায়ে আমাদের হৃদয় আজ ব্যথিত। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারালো। তিনি ছিলেন একজন রত্নগর্ভা মা। সন্তানদের তিনি যোগ্য করে গড়ে তুলেছেন যারা নিজ নিজ অঙ্গনে সুপ্রতিষ্ঠিত হয়ে ইসলামী আন্দোলন ও দেশের খেদমতে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাঁর ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত।
মরহুমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মাগফিরাত দান করুন এবং তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সংশ্লিষ্ট
- ছাত্রশিবিরের ৭ দফা দাবি
- বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুস শহীদের ইন্তেকালে ছাত্রশিবিরের শোকবার্তা
- নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্রশিবিরের শোকবার্তা
- প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনসহ কিছু গণমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে বানোয়াট খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- শহীদ মো: ইয়াহিয়ার পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোকবার্তা
- বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রশিবিরের অভিনন্দন
- রাজধানীর বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ৩০ জনের হৃদয়বিদারক মৃত্যুতে ছাত্রশিবিরের শোকবার্তা
- ২০২০-২১ অর্থ বছরের বাজেট নিয়ে ছাত্রশিবিরের প্রতিক্রিয়া
- পুলিশের গুলি ও নির্যাতনে পঙ্গুত্ববরণকারী সাবেক শিবির কর্মী মুহাম্মদ নাঈম উদ্দিন মুরাদের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
- শহীদেরা ইসলামী আন্দোলনের প্রেরণার বাতিঘর - শিবির সভাপতি