শনিবার, ২০ আগস্ট ২০১৬

লালমনিরহাটে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রশিবিরের গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

লালমনিরহাট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ছাত্রশিবির। কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। একই সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে লালমনিরহাট শাখা শিবিরের নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

ত্রান বিতরণ কালে স্কুল কার্যক্রম সম্পাদক হারুন আর রশিদ বলেন, দেশে প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দূর্যোগে জনসংখ্যার একটি বিশাল অংশ মারাত্মক ক্ষতির সম্মুখ্যিন হয়। কিন্তু সরকারের পক্ষথেকে যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করে।আমরা মনে করি, যার যার অবস্থানে থেকে সাধ্য অনুযায়ী দূর্গত মানুষের পাশ দাঁড়ালে অল্প সময়ে কষ্ট লাঘব করা সম্ভব। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের শিকার মানুষের পাশে ছিল এবং এখনো আছে। শুধু লালমনিরহাট নয় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকাতেই ছাত্রশিবিরের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করি, সরকার ও সমাজের বিত্তবানরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে।

সংশ্লিষ্ট