মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র্র্যালী, শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, ফ্রি ব্লাড গ্রুপিং, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, দূষণ ও বিকৃতিতে বাংলা ভাষা বিপর্যস্ত হয়ে পড়েছে। চারদিকে চলছে ভাষা বিকৃতির উৎসব। আর ভাষার বিকৃতি ক্রমশ যেন বাড়ছেই।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের কারণে বাংলাদেশে বিজাতীয় সংস্কৃতির চর্চা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আমাদের নিজস্ব সংস্কৃতি, জাতীয় মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে। আমাদের সচেতন হয়ে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।