আমরা সব সময় দূর্গত মানুষের পাশে আছি এবং থাকব -ছাত্রশিবির
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপক ত্রান তৎপরতা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রামে এই ত্রাণ কার্যক্রম পরিচালত হয়। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আল আমিন হাসানের নেতৃত্বে পরিচালিত এই ত্রাণ কার্যক্রমে কুড়িগ্রাম জেলা সভাপতি শহীদুল ইসলাম সহ স্থানীয় নেতা কর্মীরা অংশ নেন।
ত্রাণ তৎপরতা চলাকালে তিনি বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের ভোগান্তি এখনো কমেনি। সরকারের তরফ থেকে বন্যা পরবর্তী যে ধরণের সহায়তা প্রদান করা দরকার তার কিছুই এই এলাকার মানুষ পায়নি। ফলে প্রকৃত অর্থেই এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যদিয়ে দিন কাটাচ্ছে। সামাজিক দায়িত্ববোধ থেকে ছাত্রশিবির সব সময় অসহায় দূর্গত মানুষের পাশে দাঁড়ায়। বন্যাদূর্গত মানুষের সহায়তার জন্য ছাত্রশিবির শুরু থেকেই কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং টিম গঠন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু কুড়িগ্রাম নয় বরং সারা দেশেই এই তৎপরতা অব্যাহত আছে। আমরা মনে করি, সাধ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে অল্প সময়ের মধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্থদের দূর্ভোগ কাটিয়ে উঠা সম্ভব। এ সময় তিনি, ছাত্রশিবির সর্বাবস্থায় দুর্গত অসহায় মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন।