০৫-১১ সেপ্টেম্বর দেশব্যাপী
সাক্ষরতা অভিযান
✎ আমাদের কর্মসূচি ও করনীয় :
- প্রত্যেক জনশক্তি কমপক্ষে একজন নিরক্ষরকে অক্ষরজ্ঞান দান নিশ্চিত করা।
- চক, ডাস্টার, বোর্ড, বই, খাতা ও কলম বিতরণ করা।
- ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় প্রভাবশালীদের কাজে লাগানো (সপ্তাহ চলাকালীন সময়ে শুক্রবারে ইমাম সাহেবদের সাক্ষরতার গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানানো)।
- সাক্ষরতা অভিযান চলাকালীন শিক্ষকমণ্ডলীর নিকট নিরক্ষরদের সাক্ষরতা দানের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করতে অনুরোধ করা।
- সাক্ষরতা শেখানোর ক্ষেত্রে পথশিশু, শ্রমজীবীদের অগ্রাধিকার দেওয়া।
- আমাদের জনশক্তির অভিভাবকদের মধ্যে যারা অক্ষরজ্ঞানহীন, তাঁদের স্ব-উদ্যোগে অক্ষরজ্ঞান দেওয়ার ব্যবস্থা করা।
- আমাদের জনশক্তির অভিভাবকদের মধ্যে যারা অক্ষরজ্ঞানহীন, তাঁদের স্ব-উদ্যোগে অক্ষরজ্ঞান দেওয়ার ব্যবস্থা করা।
- উপশাখা/ওয়ার্ডভিত্তিক অস্থায়ী ক্যাম্প তৈরির চেষ্টা করা, যেখানে এখন থেকে নিয়মিত লেখাপড়া শেখানোর ব্যবস্থা থাকবে।
- পথশিশু, শ্রমিক ও অল্প শিক্ষিতদের মাঝে বর্ণমালার বই বিতরণ করা।
- পথশিশু ও প্রাপ্তবয়স্কদের নিয়ে অস্থায়ী স্কুল প্রতিষ্ঠা করা।
- সুধী, শুভাকাঙ্ক্ষী, বিত্তশালী ও মুরুব্বি সংগঠনের সাথে সমন্বয় করে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করা।
- শাখার উদ্যোগে ও প্রত্যেক জনশক্তির নিজ অবস্থান থেকে অনলাইনে সাক্ষরতা অভিযান উপলক্ষ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো।
#InternationalLiteracyDay
#Shibir
#Bangladesh