☆ ☆ বৃক্ষরোপণ অভিযান ২০২২ ☆ ☆ (২১ জুন-২০ জুলাই)


মঙ্গলবার, ২১ জুন ২০২২ - বুধবার, ২০ জুলাই ২০২২

☆ ☆ বৃক্ষরোপণ অভিযান ২০২২ ☆ ☆

————— (২১ জুন-২০ জুলাই) —————

• ছাত্রশিবিরের ২৩৪ জন শহীদের নামে ১টি করে বাগান তৈরি করা হবে।
• প্রত্যেক জনশক্তি ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবেন।
• প্রত্যেক জনশক্তি ২টি করে চারা বিতরণ করবেন।
• প্রত্যেক সাংগঠনিক থানা শাখা ১০০টি করে গাছের চারা রোপণ ও বিতরণ নিশ্চিত করবে।
• সাধারণ ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।
• বৃক্ষনিধন রোধ ও বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
• শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় গাছের চারা রোপণ করা হবে।
• নদী ভাঙ্গনসহ যেকোনো ভাঙ্গন রোধে এবং বেড়িবাঁধে পরিকল্পিতভাবে গাছ লাগানোর ব্যবস্থা করা হবে।
• কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ১০ জন কে বৃক্ষবন্ধু/পরিবেশ বন্ধু এওয়ার্ড প্রদান করা হবে ।
• বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা হবে।