শহীদ আমিনুর রহমান

১২ সেপ্টেম্বর ১৯৮৭ - ২৭ এপ্রিল ২০১৪ | ২১১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

শাহাদাতের ঘটনা : ২৭ এপ্রিল ২০১৪ তাং সাতক্ষীরা শহর শাখায় নিয়মিত সফরে ছিলেন তৎকালীন খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারায়েজী। সকাল থেকেই শহরের সফরের অংশ হিসাবে সাংগঠনিক কার্যক্রম চলছিল। সফরের বিরতিতে মেহমানসহ তৎকালীন শহর সভাপতি আবু তালেব, শহর সেক্রেটারি আমিনুর রহমান ভাইসহ অনেকেই শহরের কামালনগরস্থ সাংগঠনিক একটি মেসে দুপুরে খাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রামের এক পর্যায়ে আকস্মিকভাবে মেসটিকে যৌথ বাহিনী ঘেরাও করে ফেলে। মেসের ভিতরে গিয়ে তৎকালীন শহর সেক্রেটারি আমিনুর ভাইকে পুলিশ বুকে গুলি করে নির্মম ভাবে হত‍্যা করে শহীদ করে দেয়। সাথে সাথে নিথর হয়ে পড়ে থাকে শহীদ আমিনুর রহমান ভাইয়ের সদা হাঁসিমাখা দেহখানি। একই সাথে সেখানে অবস্থানরত তৎকালীন খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারায়েজী, তৎকালীন শহর সভাপতি আবু তালেব, তৎকালীন শহর সদস‍্য ইমরান হোসেন (সাবেক শহর সভাপতি), তৎকালীন থানা সভাপতি আঃ গফুর (বর্তমান সাতক্ষীরা জেলা সভাপতি) ভাইসহ ৬ জন ভাইয়ের চোখ বেধে পায়ে গুলি করে মারাত্মক ভাবে আহত করে দেয়।

সর্বশেষ দায়িত্ব : সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী
সর্বশেষ পড়ালেখা : মাস্টার্স (বাংলা) , সাতক্ষীরা ল' কলেজ।
শাহাদাতের স্থান : কামালনগর সরকারী কবরস্থানের পাশে ছাত্রাবাসে গুলি করে হত্য।

এক নজরে

পুরোনাম

শহীদ আমিনুর রহমান

পিতা

মফিজউদ্দীন সরদার

মাতা

রহিমা খাতুন

জন্ম তারিখ

সেপ্টেম্বর ১২, ১৯৮৭

ভাই বোন

১২ ভাই বোনের মধ্যে ১১ তম।

স্থায়ী ঠিকানা

গ্রামঃ রহমতপুর, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।

সাংগঠনিক মান

সদস্য, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী

সর্বশেষ পড়ালেখা

মাস্টার্স (বাংলা) , সাতক্ষীরা ল কলেজ।

শাহাদাতের স্থান

কামালনগর সরকারী কবরস্থানের পাশে ছাত্রাবাসে গুলি করে হত্য।


শহীদ আমিনুর রহমান

ছবি অ্যালবাম: শহীদ আমিনুর রহমান


শহীদ আমিনুর রহমান

ছবি অ্যালবাম: শহীদ আমিনুর রহমান