শহীদ মোঃ আবুল কালাম

১০ অক্টোবর ১৯৯৪ - ২৬ জানুয়ারি ২০১৪ | ২০৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

২৬ জানুয়ারি ২০১৪,দীর্ঘদিন বাড়ির বাইরে অবস্থান করার পর ২৪ তারিখ দুপুরে মায়ের সাথে দেখা করতে আসে । দেখা কওে ফিরে যেতে চায় । কিন্তু মা আবদার করে দুপুরে খাওয়ার জন্য । দুপুওে খাওয়া অবস্থায় যৌথ বাহিনি গ্রেফতার করে থানায় নিয়ে যায় । ২৫.১.১৪ সকালে মা এবং বোন দেবহাটা থানায় যেয়ে সকালের নাস্তা দিয়ে আসে ।২৪ তাং সকল ইলেক্টনিক মিডিয়া ও প্রিংটিং মিডিয়ায় শিবির নেতা আবুল কালাম গ্রেফতারের নিউজ প্রচার হয় । এতকিছু উপেক্ষা করের ২৬ তারিখ ভোর ৫:৩০টায় নিজ এলাকায় নিয়ে গুলি করে যৌথবাহিনী। যৌথবাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি ১ম বর্ষের মেধাবী ছাত্র সংগঠনের সদস্য ও দেবহাটা উপজেলা উত্তর সেক্রেটারী মো: আবুল কালাম। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে।

এক নজরে

পুরোনাম

শহীদ মোঃ আবুল কালাম

পিতা

আকবর আলী গাজী

মাতা

লতিফা বেগম

জন্ম তারিখ

অক্টোবর ১০, ১৯৯৪

ভাই বোন

৫ ভাই ও ৪ বোন

স্থায়ী ঠিকানা

গ্রামঃ দক্ষিন কুলিয়া, ইউনিয়নঃ সখিপুর, উপজেলাঃ দেবহাটা, জেলাঃ সাতক্ষীরা

সাংগঠনিক মান

সদস্য।

সর্বশেষ পড়ালেখা

১ম বর্ষ (অর্থনীতি), সাতক্ষীরা সরকারী কলেজ।

শাহাদাতের স্থান

ধোপডাঙ্গা, সখিপুর এলাকায় ভোর ৫.৩০ যৌথ বাহিনী গুলি করে হত্যা করে।


শহীদ মোঃ আবুল কালাম

ছবি অ্যালবাম: শহীদ মোঃ আবুল কালাম


শহীদ মোঃ আবুল কালাম

ছবি অ্যালবাম: শহীদ মোঃ আবুল কালাম