শহীদ শামীম হোসেন

১৬ এপ্রিল ১০০০ - ১২ এপ্রিল ২০১৬ | ২২৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

২৪ মার্চ কালিগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশের গেট থেকে শামীমকে ডিবি পুলিশ পরিচয়ে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। শিবির ও তাদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এবং বিবৃতির মাধ্যমে দুই নেতার সন্ধান দাবি করা হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এমন কি পুলিশ থানায় কোনো সাধারণ ডায়েরি নেয়নি বলেও তারা অভিযোগ করেন। কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, স্থানীয়রা শ্মশানঘাট মন্দিরে পূজা করতে এসে পুকুরে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নিহতদের পরিবারের লোকজন সেখানে গিয়ে তাদের পরিচয় নিশ্চিত করেন।

এক নজরে

পুরোনাম

শহীদ শামীম হোসেন

পিতা

রুহুল আমীন

জন্ম তারিখ

এপ্রিল ১৬, ১০০০

স্থায়ী ঠিকানা

বাকুলিয়া, কালিগঞ্জ, ঝিনাইদহ

সাংগঠনিক মান

সাথী

সর্বশেষ পড়ালেখা

অনার্স ৩য় বর্ষ

শাহাদাতের স্থান

যশোরের হৈবতপুর মৌজার বিরামপুর শ্বশান


শহীদ শামীম হোসেন

ছবি অ্যালবাম: শহীদ শামীম হোসেন


শহীদ শামীম হোসেন

ছবি অ্যালবাম: শহীদ শামীম হোসেন