এক নজরে
শহীদ মহিউদ্দিন মাসুম
ফজলুল কাদের
সখিনা আক্তার
নভেম্বর ৩০, -০০০১
৩ ভাই, ১ বোন (তিনি সবার বড়)
নয়াপাড়া, রাজার বিল, চকরিয়া, কক্সবাজার
কর্মী
মার্কেটিং ৩য় বর্ষ (সম্মান) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সরকার পরিবর্তনের সাথে সাথে সারা বাংলাদেশের মতো আওয়ামী ছাত্রলীগের গুণ্ডারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকেও অস্থিতিশীল করে তোলে। শিবিরের সাথে একাধিকবার গায়ে পড়ে সংঘাত সংঘর্ষের চেষ্টা করে। আমাদের ভাইদের দৃঢ়পদ মানসিকতা, বাতিল শক্তি মোকাবেলায় আল্লাহর উপর ভরসা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছুটা কড়াকড়ির কারণে ছাত্রলীগ খুব একটা সুবিধা করতে পারছিল না। কিন্তু খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মদ-গাঁজা সেবনসহ সব ধরনের অপকর্ম করা যাদের নিত্য অভ্যাস, সুযোগ পেলেই তারা এসব কিছুতে মেটে ওঠে। ক্যাম্পাসে বেপরোয়া সংঘাতে শিবিরকে কাবু করতে না পেরে তারা গোপনে ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার পথে শিবির নেতাকর্মীদের খুনের নেশায় মেতে ওঠে। তাদের পরিকল্পিত খুনের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী মহীউদ্দিন মাসুম। তিনি ছিলেন শিবিরের কর্মী।
মহীউদ্দিন মাসুম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকতেন। ২০১০ সালের ১১ মার্চ ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে আসার পথে তিনি ছাত্রলীগের হামলার শিকার হন। বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরমুখী ট্রেনে করে মাসুম যখন ষোলশহর রেল স্টেশনে নামেন। তখনই ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের কাপুরুষ গুণ্ডারা ঝাঁপিয়ে পড়ে তার উপর। রামদা, কিরিচ নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে পুলিশ এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের খুনের নেশায় মত্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হলো মাসুমকে। আল্লাহ তায়ালা তাকে শহীদ হিসেবে কবুল করে তাঁর ‘মাসুম’ বা বেগুনাহ নামের সাথে সাক্ষী করে রাখলেন।
এক নজরে শহীদ মহীউদ্দিন মাসুম
নাম : মহীউদ্দিন মাসুম
পিতা : ফজলুল কাদের
মাতা : সখিনা আক্তার
ভাইবোন : ৩ ভাই, ১ বোন (তিনি সবার বড়)
শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিং ৩য় বর্ষ (সম্মান) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সাংগঠনিক মান : কর্মী
আহত হওয়ার স্থান : চট্টগ্রামের ষোলশহর রেলস্টপেজ
শহীদ হওয়ার স্থান : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
যাদের আঘাতে শহীদ : ছাত্রলীগ
যে শাখার শহীদ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শহীদ হওয়ার তারিখ : ১১ মার্চ ২০১০
ঠিকানা : নয়াপাড়া, রাজার বিল, চকরিয়া, কক্সবাজার
শহীদ মহিউদ্দিন মাসুম
ফজলুল কাদের
সখিনা আক্তার
নভেম্বর ৩০, -০০০১
৩ ভাই, ১ বোন (তিনি সবার বড়)
নয়াপাড়া, রাজার বিল, চকরিয়া, কক্সবাজার
কর্মী
মার্কেটিং ৩য় বর্ষ (সম্মান) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল