শহীদ হাফিজুর রহমান শাহীন

৩০ নভেম্বর -০০০১ - ১০ ফেব্রুয়ারি ২০১০ | ১৩৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

শহীদ হাফিজুর রহমান শাহীন ছিলেন এক টগবগে সাহসী তরুণ। সত্যের পথে তিনি ছিলেন নির্ভিক ও অটল। সকল কিছু ওপর তিনি গুরুত্ব দিতেন দ্বীন প্রতিষ্ঠার কাজে। এটাকে তিনি তাঁর ইমানী দায়িত্ব ও চেতনার অংশ হিসাবে গ্রহণ করেছিলেন। অবশেষে তিনি শাহাদাতের মাধ্যমে প্রমাণ দিয়ে গেলেন যে, দ্বীন প্রতিষ্ঠার পথ কখনো মসৃণ নয়। তাঁর শাহাদাত আমাদেরকে উজ্জীবিত করে তোলে বারবার।

এক নজরে শহীদের হাফিজুর রহমান শাহীন 
নামঃ মো: হাফিজুর রহমান শাহীন
পিতার নামঃ মো: আব্দুল মান্নান
সাংগঠনিক মানঃ সদস্য
সর্বশেষ দায়িত্বঃ সহকারী সমাজসেবা সম্পাদক
সর্বশেষ পড়াশুনাঃ রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ
শহীদ হওয়ার স্থানঃ শিবগঞ্জ, চৈতন্যপুর নামক গ্রামে।
যাদের আঘাতে শহীদঃ পুলিশ এস. আই ইয়ামিন কর্তৃক
আঘাতের ধরণঃ গলাতে গুলিবিদ্ধ
শহীদ হওয়ার তারিখঃ ১০/০২/২০১০ ইং ভোর রাতে
স্থায়ী ঠিকানাঃ গ্রাম/মহল্লা-মেহেরচন্ডী, মতিহার, রাজশাহী।
ভাই বোনঃ তিনজন, দুই বোন এক ভাই।
ভাই বোনদের মাঝে অবস্থানঃ সবার বড়

মায়ের প্রতিক্রিয়া
আমার একমাত্র ছেলে বিনা দোষে অকালে ঝরে গেল। আমার বুক খালি হয়েছে আর যেন কোন মায়ের বুক খালি না হয়।

পিতার প্রতিক্রিয়া
আজ আমি আমার প্রিয় সন্তানকে হারিয়ে নিজেকে অসহায় বোধ করছি। আবার গৌরববোধ করছি এ জন্য যে, আমি একজন শহীদের পিতা। আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতবাসী করুন এবং তার ওসিলায় আমাদেরকে তার সাথে জান্নাতে অবস্থান করার তৌফিক দান করুন।

এক নজরে

পুরোনাম

শহীদ হাফিজুর রহমান শাহীন

পিতা

মো: আব্দুল মান্নান

জন্ম তারিখ

নভেম্বর ৩০, -০০০১

ভাই বোন

দুই বোন এক ভাই, বড়

স্থায়ী ঠিকানা

গ্রাম/মহল্লা-মেহেরচন্ডী, মতিহার, রাজশাহী

সাংগঠনিক মান

সদস্য

সর্বশেষ পড়ালেখা

রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ

শাহাদাতের স্থান

শিবগঞ্জ, চৈতন্যপুর নামক গ্রামে


শহীদ হাফিজুর রহমান শাহীন

ছবি অ্যালবাম: শহীদ হাফিজুর রহমান শাহীন


শহীদ হাফিজুর রহমান শাহীন

ছবি অ্যালবাম: শহীদ হাফিজুর রহমান শাহীন