শহীদ হাসান জহির ওয়ালিয়ার

৩০ নভেম্বর -০০০১ - ০৪ মার্চ ১৯৯৬ | ৮৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

শহীদ হাসান জহির ওয়ালিয়ার জন্ম গ্রহণ করেন যশোর শহরের নতুন খয়েরতলা এলাকায়। পড়ালেখায় অত্যন্ত মেধাবী হাসান জহির ওয়ালিয়ারের শিক্ষাজীবন শুরু হয় মেধার স্বাক্ষর রেখে। নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি. ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করে ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। নিজের ক্লাশ,বিশ্ববিদ্যালয় এবং নিজ এলাকাতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন পরপোকারী এই মানুষটি। হাসান জহির ওয়ালিয়ার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৫ সালের ১৬ই ডিসেম্বর ইসলামী ছাত্রশিবিরের ৩ জনকে হত্যার ঘটনায় বাদী হয়ে মামলা করেন। বিরোধী শক্তি সেই থেকে তাঁকে হত্যার নীলনকশা আকঁতে থাকে। এরই ফলশ্রুতিতে ১৯৯৬ সালের ৪ঠা মার্চ ময়মনসিংহ শহরের শিবির অফিসে অতর্কিত বোমা হামলায় শাহাদাত বরণ করেন তিনি।

শহীদ হাসান জহির ইসলামী ছাত্রশিবিরের এক নিবেদিতপ্রাণ সাথী ছিলেন। তাঁর স্বপ্ন ছিল শহীদি কাফেলায় শামিল হবার। আল্লাহপাক তাঁর সেই স্বপ্ন পূরণ করেছেন। আর আমাদের জন্য তিনি রেখে গেছেন প্রেরণার বাতিঘর।

একনজরে শহীদ মোহাম্মদ হাসান জহির (অলিয়ার)
নাম : মোহাম্মদ হাসান জহির (অলিয়ার)
পিতার নাম : আহম্মদ আলী মোল্লা
সাংগঠনিক মান : সদস্য প্রার্থী
দায়িত্ব : ঈশা খাঁ হল সভাপতি (বাকৃবি)
সর্বশেষ পড়াশুনা : দ্বিতীয় বর্ষ
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
শিক্ষায় বিশেষ কৃতিত্ব : এসএসসিতে স্টার, এইচএসসিতে প্রথম বিভাগ
অন্যান্য কৃতিত্ব : অনন্য বক্তা
আহত হওয়ার স্থান : মোমেনশাহী আখওয়া
শহীদ হওয়ার স্থান : আখওয়া হতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে
আঘাতের ধরন : শক্তিশালী বোমা
যাদের আঘাতে শহীদ : ছাত্রদলের গুন্ডাবাহিনী
শহীদ হওয়ার তারিখ : ০৪.০৩.১৯৯৬ সকাল ১০টা
যে শাখার শহীদ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
স্থায়ী ঠিকানা : নূতন খয়ের তলা, যশোর
ভাই-বোন : ৫ ভাই, ৫ বোন (তিনি সর্বকনিষ্ঠ)
পিতা : জীবিত, পেশা- অবসরপ্রাপ্ত কর্মকর্তা
মাতা : জীবিত, পেশা- গৃহিনি

শহীদের স্মরণীয় বাণী
শহীদ হওয়ার পূর্বে বাড়ির সকলকে বলেছিলেন ‘আমার শাহাদাতের কফিন ফিরে আসবে।’

শাহাদাতে শহীদের পিতা-মাতার প্রতিক্রিয়া
হাসান জহির অলিয়ারের শাহাদাতে পিতা-মাতা সকলে মর্মাহত। তবে তার শাহাদাতের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা তাদের প্রত্যাশা।

এক নজরে

পুরোনাম

শহীদ হাসান জহির ওয়ালিয়ার

পিতা

আহম্মদ আলী মোল্লা

জন্ম তারিখ

নভেম্বর ৩০, -০০০১

ভাই বোন

৫ ভাই, ৫ বোন

স্থায়ী ঠিকানা

নূতন খয়ের তলা, যশোর

সাংগঠনিক মান

সদস্য প্রার্থী

সর্বশেষ পড়ালেখা

দ্বিতীয় বর্ষ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

শাহাদাতের স্থান

আখওয়া হতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে


শহীদ হাসান জহির ওয়ালিয়ার

ছবি অ্যালবাম: শহীদ হাসান জহির ওয়ালিয়ার


শহীদ হাসান জহির ওয়ালিয়ার

ছবি অ্যালবাম: শহীদ হাসান জহির ওয়ালিয়ার