শনিবার, ২৪ অক্টোবর ২০২০

শহীদ খালেদ মাহমুদ সাইফুল্লাহ’র পিতা মোঃ আব্দুল জলিল এর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

ছাত্রশিবিরের ১৬৯তম শহীদ খালেদ মাহমুদ সাইফুল্লাহ’র শ্রদ্ধেয় পিতা জনাব মোঃ আব্দুল জলিল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ-পিতা জনাব আব্দুল জলিল গতকাল সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারালো। প্রিয় সন্তান খালেদ মাহমুদ সাইফুল্লাহকে হারিয়েও তিনি ছিলেন দ্বীনের পথে অটল অবিচল। ছাত্রশিবিরের নেতাকর্মীদের ইসলামী আন্দোলনের পথে দৃঢ় থাকার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। শহীদের রক্তে ভেজা এ জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। শহীদের গর্বিত পিতা হিসেবে তিনি দ্বীনের বিজয়ের জন্য স্বপ্ন দেখে গিয়েছেন আজীবন; প্রত্যাশার দৃষ্টি দিয়ে তাকিয়েছেন প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি। তাঁর ঈমানী দৃঢ়তা ও ছাত্রশিবিরের প্রতি তাঁর ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবিরের কর্মীরা কোন দিন ভুলবে না। তাঁর ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি গভীরভাবে শোকাহত।

আমরা মহান আল্লাহ তা’য়ালার কাছে শহীদের পিতার জন্য দোয়া করছি আল্লাহ তা’য়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।