২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস


বুধবার, ২৫ অক্টোবর ২০১৭ - মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

বিষয় : ২৮ অক্টোবর কর্মসূচী বাস্তবায়ন প্রসঙ্গে


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ॥ আশা করি সুস্থতার সাথে দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করছি। ইতিহাসের এক ভয়াল দিন ২০০৬ সালের ২৮শে অক্টোবর। এ দিনে আওয়ামীজোটের নির্মমতা, বর্বরতা ও নিষ্ঠুরতার পৈশাচিক চিত্র দেখেছে গোটা বিশ্ব। আওয়ামীজোটের সে তান্ডবে পল্টনসহ সারাদেশে আহত হন ইসলামী আন্দোলনের অসংখ্য জনশক্তি। শাহাদাত বরন করেন ৮ জন ভাই। আওয়ামীলীগের লগি বৈঠার আক্রমনের বিপরীতে জীবন দিয়ে, আঘাত সহ্য করে হলেও ইসলামী ছাত্রশিবিরের ভাইয়েরা সেদিন ময়দানে দৃঢ়তার সাথে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে আর অনুপ্রেরণা যুগিয়ে যাবে যুগ থেকে যুগান্তরে। সে দিনের আন্দোলনের ভাইদের কুরবানীকে স্মরনীয় করে রাখতে এবং আওয়ামীলীগসহ বাম সংগঠনগুলোর পৈশাচিকতার কথা মানুষকে স্মরণ করিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে প্রতি বছর এ দিনকে ঘিরে নানাবিধ কর্মসূচী পলন করে থাকে সংগঠন। তারই ধারাবাহিকতায় এবছরও ২৮শে অক্টোবরকে কেন্দ্র করে ২৫-৩১ অক্টোবর সপ্তাহব্যাপি নিম্নোক্ত কর্মসূচী ঘোষনা করা হয়েছে।

কর্মসূচীসমূহ :
১. কুরআন খানি, দোয়া ও আলোচনা সভার ব্যবস্থা করা।
২. শহীদ ভাইদের কবর যিয়ারত করা।
৩. শহীদ ও আহত ভাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করা।
৪. ২৮শে অক্টোবর’০৬ সংক্রান্ত বিষয়ে যথাসম্ভব ইন্টারনেটে ক্যাম্পেইন করা।
৫. কেন্দ্রের পক্ষ থেকে ২৮শে অক্টোবর’০৬ নিয়ে যে স্মারক বই ও সিডি বের করা হয়েছিল তা সংগ্রহ করে জনপ্রশাসন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট ব্যাপকভাবে পৌঁছানোর ব্যবস্থা করা।
৬. জনপ্রশাসন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট মাসিক প্রেরণা অক্টোবর সংখ্যা পৌঁছানো নিশ্চিত করা।
৭. পরিবেশের আলোকে ২৮ অক্টোবরের আলোকচিত্র প্রদর্শনী করা।

মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে শহীদের রেখে যাওয়া কাজকে যথাযথভাবে আঞ্জাম দেয়ার তাওফিক দিন। আমিন॥

মা’আসসালাম।
আপনাদের ভাই

২৫.১০.২০১৭
মোঃ মোবারক হোসাইন

 


১. কুরআন খানি, দোয়া ও আলোচনা সভার ব্যবস্থা করা।

১. কুরআন খানি, দোয়া ও আলোচনা সভার ব্যবস্থা করা।

২. শহীদ ভাইদের কবর যিয়ারত করা।

২. শহীদ ভাইদের কবর যিয়ারত করা।

৩. শহীদ ও আহত ভাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করা।

৩. শহীদ ও আহত ভাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করা।


সংশ্লিষ্ট