শহীদ দিবস ২০১৬


বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ - বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
১১ মার্চ ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস। ১৯৮২ সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর শহীদ সাব্বির হামিদ, আইয়ুব ও জাব্বারের রক্তে রঞ্জিত হয়েছিল। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরুর পর এই দিনে বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হওয়ার গেীরব অর্জন করেন শহীদ সাব্বির আহমদ। শহীদ আবদুল হামিদ, আইয়ুব আলী, আবদুল জাব্বারের পথ ধরে দুইশত ছাব্বিশ জন শহীদের নজরানা পেশ করেছে এই সংগঠন।


সেদিন থেকে সংগঠন এ দিবসটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। শহীদ দিবসকে যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নিন্মোক্ত কর্মসূচী ঘোষনা করা হয়েছে।


কর্মসূচী সমূহ :-
১. কোরআন খানি
২. দোয়া মাহফিল।
৩. আলোচনা সভা ।
৪. শহীদদের কবর জিয়ারত
৫. শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করা।
৬. দেয়ালিকা প্রকাশ।
মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে তার কাফেলার দায়িত্ব পালন করার তাওফিক দিন। আমিন॥


সংশ্লিষ্ট