প্রিয় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা,
আসসালামু আলাইকুম। হেমন্তের শুভ্র সকালে ফুলেল শুভেচ্ছা তোমাদের। জীবনের একটি গুরুত্বপূর্ণ সিঁড়ি অতিক্রম করতে যাচ্ছো তোমরা। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আর অটুট আত্মবিশ্বাস ও মনোবলকে সঙ্গী করে কাঙ্খিত সফলতা অর্জনের অদম্য স্বপ্নের আলোচ্ছটায় উদ্ভাসিত তোমাদের চোখ। হ্যাঁ, সাফল্য তোমাদের ছিনিয়ে আনতেই হবে। কেননা তোমাদের দিকেই আশার সম্ভার নিয়ে তাকিয়ে আছে তোমাদের পরিবার, সমাজ সমগ্র জাতি। তাই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগানো চাই। আগামীর সম্ভাবনাগুলো বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব যে তোমাদেরই।
বর্তমান প্রতিযোগীতাময় বিশ্বে মেধাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। অজ্ঞতা দূর্নীতি আর অপসংস্কৃতি সমাজকে করেছে কলুষিত। এর থেকে উত্তরণের জন্য চাই তোমাদের সফলতার উচ্চ শিখরে আরোহন। চাই এমন কিছু মানুষ যারা হবে সৃষ্টির প্রতি সহানুভূতিশীল, মানবতার বার্তাবাহক, সেবা নিয়ে নয়, সেবা দিয়ে হবে আনন্দিত। জানি, তোমরাও সেসব মানুষ হয়ে সমাজকে করবে আলোকিত। সমাজ বিনির্মানে রাখবে দৃঢ় প্রত্যয়ী ভুমিকা।
অযুত সম্ভাবনার এই দেশ বাংলাদেশ। কিন্তু যোগ্য ও সৎ নেতৃত্বের ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে আজো সম্ভবপর হয়নি কাঙ্খিত উন্নয়ন। জঙ্গল এমনি এমনিই তৈরী হয় কিন্তু সুষ্ঠু পরিচর্যা ছাড়া বাগান তৈরী হয়না। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির তোমার মেধা ও যোগ্যতার সমন্বয় ঘটিয়ে তেমনই একটি কুসুম কানন উপহার দিতে চায়। তোমাদের মত স্বপ্নচারী প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক রূপে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে এই হেরার কাফেলাটি।
ছাত্রশিবির তোমাদের সফলতার পথটি দেখিয়ে দিতে চায় এবং সেই সাথে তোমাদের সহযাত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চায়। সবশেষে সর্বান্তকরণে মহান আল্লাহর দরবারে তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করছি।
-আবদুল জব্বার
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংশ্লিষ্ট
- ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস ও ইসলামী শিক্ষা সপ্তাহ ২০২২
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে কর্মসূচি ঘোষনা
- দেশব্যাপী সাক্ষরতা অভিযান ২০১৬
- জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬
- এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা
- কৃতি ছাত্র সংবর্ধনা
- জেএসসি ও জেডিসি কৃতিদের প্রতি অভিনন্দন বার্তা