শহীদ আনিসুর রহমান

০৩ অক্টোবর ১৯৯৬ - ১৩ এপ্রিল ২০১৫ | ২২৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

১৩ এপ্রিল ২০১৫। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মু. কামারুজ্জামান এর ফাসিঁর রায়ের পরের দিন হরতাল চলাকালে পুলিশের নির্যাতনে শাহাদাতবরন করেন মাওলানা ভাসানি কলেজের মেধাবী ছাত্র ও সংগঠনের সাথী মোঃ আনিসুর রহমান। তিনি সিরাজগঞ্জে জেলার উল্লাপাড়া সদর উপজেলার পারকুল গয়হাজায় জন্ম গ্রহন করেন। 

শাহাদাতের স্থানঃ রাত ৯টার দিকে নিজ মেস থেকে শহরের সয়াগোবিন্দে তার মামার বাড়িতে আসার সময় পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে ডান পায়ে উপর্যুপরি গুলি করে পুলিশ,অবস্থার অবনতি হলে রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণে ভোররাতে তিনি শাহাদাত বরণ করেন।

এক নজরে

পুরোনাম

শহীদ আনিসুর রহমান

পিতা

জাহাঙ্গির হোসেন

মাতা

আনোয়ারা খাতুন

জন্ম তারিখ

অক্টোবর ৩, ১৯৯৬

ভাই বোন

৩ ভাইয়ের মধ্যে সবার বড়

স্থায়ী ঠিকানা

গ্রামঃ পারকুল গয়হাজায়, ইউনিয়নঃ পুর্নিমাগাতি, থানাঃ উল্লাপাড়া সদর, জেলাঃ উল্লাপাড়া ।

সাংগঠনিক মান

সাথী

সর্বশেষ পড়ালেখা

একাদশ শ্রেণী, মাওলানা ভাষানি ডিগ্রি কলেজ কলেজ

শাহাদাতের স্থান

সিরাজগঞ্জ সদর হাসপাতাল


শহীদ আনিসুর রহমান

ছবি অ্যালবাম: শহীদ আনিসুর রহমান


শহীদ আনিসুর রহমান

ছবি অ্যালবাম: শহীদ আনিসুর রহমান