শহীদ আনোয়ার হোসেন

৩০ নভেম্বর -০০০১ - ১২ ডিসেম্বর ২০১৩ | ১৮৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

শহীদের পরিচিতি
মু আনোয়ার হোসাইন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ধোপামুড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা-মাতার আকাংখা ছিল ছেলেকে বড় আলেম হিসাবে গড়ে তুলবেন। কিন্তু ঘাতকের বুলেট তাকে অকালে কেড়ে নিল। তিনি নাথের পেটুয়া ফাজিল মাদ্রাসা থেকে মানবিক বিভাগে আলিম পাশ করে ফাজিল ১ম বর্ষে ভর্তি হয়। তিনি সংগঠনের সাথী প্রার্থী এবং উপশাখার সভাপতি ছিলেন।

যেভাবে তিনি আল্লাহর ডাকে চলে গেলেন
১২.১২.১৩ সন্ধা ৬.০০বিজিবির গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে ৬.৪০ মিনিটে বিপুলাসার নামক স্থানে শেষ নিঃষাস ত্যাগ করেন।

শাহাদাতের পূর্বের ঘটনা
শাহাদাতের দিন দুপুরে তিনি কান্নাকাটি করছিলেন। তিনি মাকে বলেন যদি আমার আব্বুকে ফাঁসি দিতো তাহলে আপনার কেমন লাগত। জালিম সরকার আজকে আমার দায়িত্বশীল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিবে। এ কথা বলে তিনি কান্নাকাটি করছিলেন।

সামগ্রীক ঘটনার বিবরণ
কাদের মোল্লার শাহাদাতের লক্ষীপুর এর বিক্ষোভ ঠেকানোর জন্যে কুমিল্লা থেকে লক্ষীপুর যাওযার পথে নাথের পেটুয়া পুরানা বাজারে ইসলামী ছাত্রশিবির সড়ক অবরোধ করে মিছিল করলে পুলিশ ও বিজিবি-১০ সশস্ত্র হামলা চালায়। বিজিবি সরাসরি টার্গেট করে গুলি করলে শহীদ আনোয়ার হোসেনকে সরাসরি গুলি করে। তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সোনইমুড়ি হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত বরণ করেন।

এক নজরে

পুরোনাম

শহীদ আনোয়ার হোসেন

পিতা

আবু তাহের

মাতা

জাহানারা বেগম

জন্ম তারিখ

নভেম্বর ৩০, -০০০১

ভাই বোন

৭ভাই-বোনের মধ্যে ৪র্থ

স্থায়ী ঠিকানা

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের দোফামোড়া গ্রাম

সাংগঠনিক মান

সাথীপ্রার্থী

সর্বশেষ পড়ালেখা

নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষ

শাহাদাতের স্থান

সোনইমুড়ি হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত বরণ করেন


শহীদ আনোয়ার হোসেন

ছবি অ্যালবাম: শহীদ আনোয়ার হোসেন


শহীদ আনোয়ার হোসেন

ছবি অ্যালবাম: শহীদ আনোয়ার হোসেন