শহীদ জাফর আলম

৩০ নভেম্বর -০০০১ - ২৬ জুলাই ১৯৯৪ | ৬৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

মু. জাফর আলম এক সাহসী তরুণের নাম। সত্যের সৈনিকের নাম। শাহাদাত পিপাসু ছিলেন যিনি। সত্যের পথে সংগ্রাম করেই শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন। যে শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণার।

প্রাথমিক পরিচিতি
শিক্ষাজীবন : শহীদ জাফর আলম ভাই চট্টগ্রাম পটিয়ায় ছনহরা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

শাহাদাতের প্রেক্ষাপট
২৬ জুলাই ১৯৯৪ ইসলামী আন্দোলনের সামগ্রিক ইতিহাসের এবং চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। ঘাদানিকদের চাপে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর অধ্যাপক গোলাম আযম এর কারামুক্তির পর ২৬ জুলাই ছিল চট্টগ্রামের লালদীগি ময়দানে বিশাল জনসভা। এটি ছিল ইসলামপন্থীদের অস্তিত্বের প্রশ্ন আর আওয়ামী লীগের ছিল শক্তির চ্যালেঞ্জ। সব জানা সত্ত্বেও হাজার হাজার ছাত্র তরুণ সে সমাবেশে আসতে থাকে। তাদের মনে গভীরে তখন শাহাদাতের তামান্না। চট্টগ্রাম জেলার পটিয়া থানার দশম শ্রেণীর কৃতীছাত্র শিবিরকর্মী জাফর আলম তখন কোতোয়ালি থানা মোড় পার হয়ে জনসভার দিকে আসছিলেন। হঠাৎ সবার উপর সশস্ত্র আক্রমণ করে বসে ঘাদানিকদের নামে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে অন্য অনেকের মত গুলিবিদ্ধ হন জাফর আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শাহাদাতের কোলে ঢলে পড়লেন তিনি।

শহীদ জাফর আলম ভাই তার আসল ঠিকানা খুঁজে পেয়েছেন। আপন রবের দরবারে হাজির হয়েছেন। অত্যন্ত মর্যদার সাথে। আর আমরা যারা তার পথের পথিক, তার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে এই সবুজ জমিনে বাস্তবায়ন করার কাজ করছি আমাদের সকলের কণ্ঠে আজ তাই সমবেত গান, “আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন দ্বিধাহীন সাহসের সোজা রাজপথ”।


একনজরে শহীদ মুহাম্মদ জাফর আলম
নাম : মুহাম্মদ জাফর আলম
স্থায়ী ঠিকানা : গ্রাম পশ্চিম ছনহরা, পো : ছনহরা, থানা : পটিয়া জেলা : চট্টগ্রাম
সাংগঠনিক মান : কর্মী
সর্বশেষ পড়াশোনা : এসএসসি পাস
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : ছনহরা উচ্চবিদ্যালয় পটিয়া
আহত হওয়ার স্থান : লালদীঘি ময়দান চট্টগ্রাম
শহীদ হওয়ার স্থান : তারিখ : ঐ এবং ২৬-০৭-৯৪ ইং
আঘাতের ধরন : গুলি বুকের ডান দিকে দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যায়।
যাদের আঘাতে নিহত : ঘাদানিক (ছাত্রলীগের সন্ত্রাসীরা)
যে শাখার শহীদ: চট্টগ্রাম মহানগরী।

এক নজরে

পুরোনাম

শহীদ জাফর আলম

জন্ম তারিখ

নভেম্বর ৩০, -০০০১

স্থায়ী ঠিকানা

পশ্চিম ছনহরা, পটিয়া, চট্টগ্রাম

সাংগঠনিক মান

কর্মী

সর্বশেষ পড়ালেখা

ছনহরা উচ্চবিদ্যালয়, পটিয়া

শাহাদাতের স্থান

লালদীঘি ময়দান, চট্টগ্রাম


শহীদ জাফর আলম

ছবি অ্যালবাম: শহীদ জাফর আলম


শহীদ জাফর আলম

ছবি অ্যালবাম: শহীদ জাফর আলম