ভিন্নধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি পাহারা অব্যাহত থাকবে: ছাত্রশিবির
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সুযোগসন্ধানী গোষ্ঠীর কবল থেকে ভিন্নধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ী, সহায়-সম্পত্তি ও বিভিন্ন স্থাবর-অস্থাবরের সুরক্ষিত নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে যে কার্যক্রম চলমান আছে, দেশ পরিপূর্ণ স্থিতিশীল হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখতে সকল জনশক্তিদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশে দীর্ঘ ১৬ বছরব্যাপী গড়ে ওঠা স্বৈরাচার দানব সরকারের পতন হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি, স্বৈরাচারের পেতাত্মারা এখনও দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। স্বৈরাচার পতনের পর আইনশৃংখলা কিছুটা অবনতি ঘটার সুযোগে আওয়ামীলীগের গুন্ডা বাহিনী ও দেশি-বিদেশী চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দিতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিশেষ করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বসত-বাড়ী ও উপাসনালয়কে টার্গেট করে হামলা ও লুটপাট চালানোর চেষ্টা করছে।
এমতাবস্থায় আমাদের আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ী ও সহায়-সম্পত্তি ও রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করার মধ্যমে যাতে কেউ দেশে বিশৃংখলা তৈরি করতে না পারে সে বিষয়ে ছাত্রশিবিরের জনশক্তিসহ দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।''
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারাদেশের শাখাগুলো বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে দেশের প্রতিটি উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও বিভিন্ন স্থাবর-অস্থাবরের সামনে শক্ত অবস্থান নিয়ে দিন-রাত পাহারা দিয়ে যাচ্ছে। এছাড়াও ভিন্নধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা, উপাসনালয় পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শেষে নেতৃবৃন্দ শীঘ্রই দেশের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সে পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।