শনিবার, ১০ আগস্ট ২০২৪

ছাত্রশিবিরের উদ্যোগে অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভার অনুষ্ঠিত

অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা। আজ (১০ আগস্ট) শনিবার সকাল ১১ টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী জয়পুরহাট শহর আমির মাওলানা আনোয়ার হোসাইন। এছাড়াও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ভুঁইয়া বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই যার যার পূর্ণ অধিকার নিয়ে বসবাস করে আসছে। ধর্ম ভিন্ন হলেও নাগরিক হিসেবে আমরা সবাই বাংলাদেশী। এদেশ আমাদের সকলের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশি-বিদেশী এক কূচক্রি মহল আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে দিতে চায়।

পরিকল্পিতভাবে বিভেদ ছড়িয়ে দিতে চায়। কিন্তু এদেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থাকতে তাদের ষড়যন্ত্র কিছুতেই বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।"

তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, "দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ছাত্রশিবির মানুষের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ, থানা ও ধর্মীয় উপাশনালয়ের নিরাপত্তার স্বার্থে পাহারায় থাকবে ইনশাআল্লাহ।"