দেশের সকল নাগরিককে ১ দফা দাবিতে ছাত্রসমাজের সাথে মাঠে নেমে আসার আহ্বান : ছাত্রশিবির
ছাত্র-জনতার ১ দফা ’স্বৈরাচার সরকারের পদত্যাগ’-এর দাবিতে ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানকে সফল করতে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষকে ছাত্রসমাজের সাথে মাঠে নেমে আসার আহবান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “এক দলীয় শাসন ব্যবস্থা বহাল রাখা ও অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য স্বৈরাচারী কায়দায় গণহত্যা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা সরকার। এতে ফ্যাসিস্ট হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সাধারণ ছাত্র ও মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে যাচ্ছে। এছাড়াও ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ নিজেরাই হত্যাকাণ্ড চালিয়ে বিরোধী মতের ওপর দায় চাপাচ্ছে।”
নেতৃবৃন্দ বলেন, ”এমন গণবিরোধী সরকার কখনোই একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের মানুষ এ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে চায় না। এখনই এই স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে জনতার সরকার প্রতিষ্ঠার চূড়ান্ত সময় চলে এসেছে।”
নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, “এই স্বৈরাচার সরকার রক্তপিপাসু সরকার। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট আর ২০২৪ সালে ডামি ভোটের মাধ্যমে ক্ষমতা কুক্ষীগত করা গণহত্যাকারী এ সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। চলমান আন্দোলন গণহত্যার বিচার নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আন্দোলন। চলমান আন্দোলন দেশ ও মাতৃভূমি রক্ষার আন্দোলন। চলমান আন্দোলন ভিনদেশী তাবেদারদের হাত থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষার আন্দোলন। চলমান গণঅভ্যুত্থানের মাধ্যমেই জনগণের জীবন ও জীবিকার অধিকার হরণকারী এ সরকারের পতন নিশ্চিত করে দেশের মানুষের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে হবে।”
নেতৃবৃন্দ স্বৈরাচার হাসিনা সরকারের পতন নিশ্চিত করার জন্য বাংলাদেশের সকল পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক-শিক্ষিকা, আইনজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ ও অভিভাবকমণ্ডলী সহ দল-মত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষকে ছাত্র-জনতার সাথে রাজপথে নেমে ছাত্র-নাগরিক গণঅভ্যুথানকে সফল করার আহ্বান জানান। একই সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীকে প্রতিবাদী ছাত্র-জনতার বুকে গুলি না চালিয়ে শুভবুদ্ধির পরিচয়দানের আহ্বান জানান।