রবিবার, ০৫ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান উক্ত ঘটনায় ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর উত্তর, চট্টগ্রাম মহানগর দক্ষিণ, চট্টগ্রাম জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ ও জনশক্তিরা রাত থেকেই উদ্ধার, রক্তদান ও চিকিৎসা সহায়তায় নিয়োজিত রয়েছে। কিন্তু পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, দলমত নির্বিশেষে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

উল্লেখ্য, গতকাল ৫ জুন রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে ৪৯ জন নিহত হয়েছে, যা ক্রমান্বয়ে বাড়ছে। আহতদের অনেককেই আশঙ্কাজনক অবস্থায় আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।