শুক্রবার, ০৫ মে ২০১৭

মেধাবীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, শত হতাশার মাঝেও আজকের মেধাবীদের চমৎকার রেজাল্ট জাতিকে আশান্বিত করেছে। গোটা জাতি আজ আনন্দিত। জাতির প্রত্যাশা পুরণে মেধাবীদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আজ রাজধানীর এক মিলনায়তেন ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, আজকের এই অর্জনের পাশাপাশি জাতির প্রত্যাশার পরিধিও বেড়ে গেল। সৎ হওয়ার পরও অযোগ্যতার জন্য যেমন একজন নাগরীক জাতির জন্য তেমন কিছু করতে পারেনা। ঠিক তেমনি যোগ্যতা সম্পন্ন হয়েও সততা না থাকার কারণে তার কাছ থেকেও জাতি প্রত্যাশিত কিছু পায়না। বরং জাতির জন্য অসৎ যোগ্য নাগরিক অভিশাপে পরিণত হয়। যার প্রমাণ প্রতিদিনই দেশের মানুষ পাচ্ছে। বড় বড় দূর্নীতি ও অপকর্ম করে যারা জাতিকে বার বার লজ্জিত করছে তারা সবাই মেধাবী। অপার সম্ভাবনা এবং পর্যাপ্ত প্রাকৃতিক ও জনসম্পদ থাকার পরও এসব নৈতিকতাহীন মেধাবীদের কারণে জাতি তার সুফল থেকে বঞ্চিত। এ অবস্থায় জাতির হাল ধরতে হবে আজকের মেধাবীদেরকেই। আজকের মেধাবীদের মধ্যে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় থাকতে হবে।

তিনি আরও বলেন, দুঃখ জনক হলেও সত্যি যে, মেধাবীদের জন্য নিজেকে তৈরী করার পথ সহজ নয়। নিজেদেরকে প্রকৃত মেধাবী ও সৎ হিসেবে গড়ে তোলার সুযোগ তেমন নেই। উল্টো রাষ্ট্রীয় শক্তি কর্তৃক শিক্ষাকে বাণিজ্যকরণ, মাদক, অপসংস্কৃতি ও অশালিনতায় ডুবিয়ে দিয়ে আগামী প্রজন্মকে অযোগ্য এবং অনৈতিকতার জোয়ারে ভাসিয়ে দেয়ার চেষ্টা চলছে। কিন্তু তবুও আমরা হতাশ নই। আজকের মেধাবীদের এই ঈর্শনীয় ফলাফল জাতির সামনে আশার আলো জ্বালিয়েছে। ছাত্রশিবির মেধাবীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। মেধার উপযুক্ত মূলায়ন করতে ইসলামী মুল্যবোধের ভিত্তিতে মেধাবীদের গড়ে তোলতে ছাত্রশিবিরের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণে আজকের মেধাবীরা ছাত্রশিবিরের এই পথ চলায় সহযোগি হয়ে দুর্নীতিমুক্ত সম্বৃদ্ধ দেশ গঠনে ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্ট