বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মেধাবীদের উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশে মেধাবী নাগরীকের অভাব নেই। অভাব হচ্ছে নৈতিকতা সম্পন্ন মেধাবী নাগরীকের। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণের ফলে গণতন্ত্র আজ হুমকির মুখে। অবৈধভাবে ক্ষমতায় আসা বাকশালি চরিত্রের এই সরকার রাষ্ট্রের সকল পর্যায়ে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল (শুক্রবার) সকালে বিভিন্ন শাখায় পৃথক জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ছাত্রশিবির বোয়ালখালী শহর সভাপতি নুরুল আবছার ও লোহাগাড়া পূর্ব সভাপতি কবির হোসেনের পৃথক সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন ও বর্তমান সভাপতি মেধাবী ছাত্রনেতা তারেক হোছাঈন।