শহীদ হাফেজ জসিম উদ্দিন

০৫ মার্চ ১৯৯২ - ০৪ মার্চ ২০১৬ | ২২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

গত ১১ জানুয়ারি জসিম উদ্দীন সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। পরদিন ১২ ফেব্রুয়ারি গোয়ালন্দ ঘাট পার হয়ে জসিম তাকে জানান, ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন তাদের বাসটি চেক করবে বলে থামিয়েছে। এরপর থেকেই জসিমের মোবাইল বন্ধ ছিল। আজ শুক্রবার সকালে হরিণাকুন্ডু উপজেলার হিঙ্গেরপাড়া মোস্তবাপুর গ্রামের মাঠে মুখ ও পিটমোড়া করে হাত বাধা অবস্থায় গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় জসিমের।

এক নজরে

পুরোনাম

শহীদ হাফেজ জসিম উদ্দিন

পিতা

খলিল মন্ডল

জন্ম তারিখ

মার্চ ৫, ১৯৯২

স্থায়ী ঠিকানা

ঝিনাইদহ

সর্বশেষ পড়ালেখা

ফাযিল ১ম বর্ষ

শাহাদাতের স্থান

ঝিনাইদহ


শহীদ হাফেজ জসিম উদ্দিন

ছবি অ্যালবাম: শহীদ হাফেজ জসিম উদ্দিন


শহীদ হাফেজ জসিম উদ্দিন

ছবি অ্যালবাম: শহীদ হাফেজ জসিম উদ্দিন