শহীদ সবুজ আহম্মেদ

০৩ জুন ১৯৯৭ - ১৫ আগস্ট ২০১৩ | ১৭৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

“শহীদের পিতা বলেন, শহীদ সবুজ আহামেদ খুব বিনয়ী ছিল। দরিদ্র হওয়ায় অনেক সময় তরকারির অভাবে কাঁচামরিচ-পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছে তবুও কোন অভিযোগ করেনি। সে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।”

শহীদের পরিচিতি
শহীদ মো: সবুজ আহামেদ কুষ্টিয়া জেলার মিরপুর থানার হালসা গ্রামে ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মো: খবির উদ্দিন আহামেদ ও মাতা হাসিলা খাতুনের তিন ছেলের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পরিবারের স্বপ্ন ছিল লেখাপড়া শিখে তিনি অনেক বড় হবেন, মানুষের মত মানুষ হবেন, পিতা-মাতার সম্মান করবেন। স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সবুজ ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি সাংগঠনিক কাজে তিনি সব সময় অগ্রগামী ছিলেন। স্থানীয় জনসাধারণ ও বন্ধুদের মাঝে দাওয়াতের কাজ করতেন।

যেভাবে তিনি আল্লাহর ডাকে চলে গেলেন
অধ্যাপক গোলাম আযমের অবৈধ ফাঁসির রায়ের বিরুদ্ধে ১৫ জুলাই ২০১৩ দেশব্যাপী হরতাল ছিল। সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুর থানার হালসাতে হরতালের সমর্থনে সড়ক অবরোধ ও পিকেটিং করায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হরতাল সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মারাত্মক আহত অবস্থায় সবুজ আহামেদকে হাসপাতালে নেয়া হলে ৭টায় তিনি শাহাদাত বরণ করেন।

শহীদের আপনজনদের কথা
শহীদের পিতা : শহীদ সবুজ আহামেদ একজন খুব বিনয়ী ছিল। দরিদ্র হওয়ায় অনেক সময় তরকারির অভারে কাঁচামরিচ-পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছে তবুও কোন অভিগোগ করেনি। সে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।
বন্ধু-বান্ধব : সে বিভিন্ন কাজে শিক ও সহপাঠীদের সহযোগিতা করতো। সে খুব ভালো ছিল

ব্যক্তিগত প্রোফাইল
নাম : শহীদ মো: সবুজ আহামেদ

জন্ম তারিখ ও বয়স : ০৩.০৬.১৯৯৭, ১৫ বছর

আহত হওয়ার তারিখ : ১৫.০৭.২০১৩, সকাল ৭টা
শাহাদাতের তারিখ : ১৫.০৭.২০১৩ সকাল ৭টা

স্থান : কুষ্টিয়ার মিরপুর থানার হালসাতে। দাফন করা হয় : পারিবারিক কবরস্থানে
স্থায়ী ঠিকানা : গ্রাম : হালসা, ডাকঘর : হালসা বাজার, থানা : মিরপুর, জেলা : কুষ্টিয়া
পিতা : মো: খবিরুদ্দিন আহামেদ
মাতা : হাসিনা খাতুন (৪৫), গৃহিণী
ভাইবোনের বিবরণ : মো: হাসান আহামেদ, দিনমজুর, মো: সেলিম আহামেদ, বেকার

এক নজরে

পুরোনাম

শহীদ সবুজ আহম্মেদ

পিতা

মো: খবিরুদ্দিন আহামেদ

মাতা

হাসিনা খাতুন

জন্ম তারিখ

জুন ৩, ১৯৯৭

ভাই বোন

৩ ভাই

স্থায়ী ঠিকানা

গ্রাম : হালসা, ডাকঘর : হালসা বাজার, থানা : মিরপুর, জেলা : কুষ্টিয়া

সাংগঠনিক মান

কর্মী

সর্বশেষ পড়ালেখা

দশম শ্রেণীর ছাত্র

শাহাদাতের স্থান

কুষ্টিয়া সদর হাসপাতাল


শহীদ সবুজ আহম্মেদ

ছবি অ্যালবাম: শহীদ সবুজ আহম্মেদ


শহীদ সবুজ আহম্মেদ

ছবি অ্যালবাম: শহীদ সবুজ আহম্মেদ