শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক

০১ মার্চ ১৯৯০ - ০৩ মার্চ ২০১৩ | ১৬২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

শহীদের পরিচিতি
পিতা-মাতার সাত সন্তানের মধ্যে শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের অবস্থান ষষ্ঠ। ১৯৯০ সালের ১ মার্চ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার গৌরীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছমির উদ্দিন সরকার এবং মাতার নাম আছিয়া খাতুন। তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুরের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কষ্টসহিষ্ণু। সর্বদাই তিনি অনাড়ম্বর জীবন যাপন পছন্দ করতেন।

যেভাবে আল্লাহর ডাকে চলে গেলেন
২৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায়কে কেন্দ্র করে ঘোষিত ২ ও ৩ মার্চ সারা দেশে হরতাল পালন করা হয়। এই হরতালের সমর্থনে ৩রা মার্চ ভোর ৫.৪৫টায় গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তার নয়নপুর বাজারে পিকেটিং কালে বেপরোয়া গতিতে চলন্ত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক শাহাদাতের অমিয় সুধা পান করেন। শাহাদাতের পর তাকে গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং নিজ বাড়িসংলগ্ন আল হেরা মাদরাসা মাঠে বেলা ২টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তারই আপন বড় ভাই মুতালিব হোসেন।

আপনজনদের কথা
পিতা-মাতার কথা : শহীদের বৃদ্ধ পিতা-মাতা তাদের ছেলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করেছেন এবং জানাযায় উপস্থিত সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে ইসলামী আন্দোলনের জন্য উত্তম জাযা দান করেন এবং শহীদ হিসেবে কবুল করে নেন।
ভাইবোনের কথা : শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের মত সকলেই যেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন সকলকে এ আহবান জানান।
প্রতিবেশীদের কথা : অত্যন্ত ভাল মানুষ ছিলেন। কখনো কারো সাথে খারাপ আচরণ করেননি। সর্বদাই হাসিমুখে কথা বলতেন।
দ্বীনি ভাইদের কথা : ইসলামী আন্দোলনের কাজে তিনি সর্বদাই ছিলেন একনিষ্ঠ। তার কাজে আমরা সবাই অনুপ্রেরণা খুঁজে পাই। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন !

ব্যক্তিগত প্রোফাইল
নাম : মো: আব্দুর রাজ্জাক
জন্ম তারিখ : ১ মার্চ ১৯৯০
আহত হওয়ার তারিখ : ৩ মার্চ ২০১৩
আহতের ধরন ও পরবর্তী অবস্থা : ট্রাক চাপায় ঘটনাস্থলেই শহীদ হন
শাহাদতের তারিখ ও সময় : ৩ মার্চ ২০১৩ ভোর ৫.৪৫টায়
সাংগঠনিক মান : শিবিরের সদস্য, সর্বশেষ সাথী শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থায়ী ঠিকানা : গ্রাম : গৌরীপুর, ডাকঘর : ফুলবাড়িয়া, থানা : ফুলবাড়িয়া, জেলা : ময়মনসিংহ
পিতার নাম : ছমির উদ্দিন সরকার, বয়স : ৯০, চাকরিজীবী
মাতার নাম : আছিয়া খাতন, ৬০ বছর, গৃহিণী
ভাইবোনের বিবরণ : আবদুল কাদের ৪৩, চাকরিজীবী, মুতালিব হোসেন, ৩৯ শিক্ষক, মুস্তাফিজুর রহমান সুরুজ, ৩৬ বছর ড্রাইভার, শহীদ আব্দুর রাজাক, আবদুল বারী ২১ বছর, নূরজাহান ৫০ বিবাহিতা, আনোয়ারা বেগম, ৪৫ বছর বিবাহিতা।

এক নজরে

পুরোনাম

শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক

পিতা

ছমির উদ্দিন সরকার

মাতা

আছিয়া খাতন

জন্ম তারিখ

মার্চ ১, ১৯৯০

ভাই বোন

৭জন ৬ষ্ট

স্থায়ী ঠিকানা

গ্রাম : গৌরীপুর, ডাকঘর : ফুলবাড়িয়া, থানা : ফুলবাড়িয়া, জেলা : ময়মনসিংহ

সাংগঠনিক মান

সদস্য

সর্বশেষ পড়ালেখা

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে

শাহাদাতের স্থান

১৬২


শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক

ছবি অ্যালবাম: শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক


শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক

ছবি অ্যালবাম: শহীদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক