শহীদ শামসুজ্জামান খান রেজা

১৫ জুলাই ১৯৭০ - ৩১ ডিসেম্বর ১৯৯৩ | ৬২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শাহাদাতের ঘটনা

বাংলাদেশে ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এক তরুণ পথিক শহীদ শামসুজ্জামান খান রেজা। যার আহ্বানে সাড়া দিয়ে অনেক পথহারা ও ভুল পথের ছাত্র জান্নাতের পথ পেয়েছে যার জন্য দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব দোয়া করত। তিনি আজ আমাদের সুউচ্চ প্রেরণার মিনার। কিন্তু তিনি রাজধানী ঢাকার টঙ্গীতে ৩১ ডিসেম্বর ১৯৯৩ সালে ছাত্রলীগের গুণ্ডাদের বোমার আঘাতে জান্নাতবাসী হন।

প্রাথমিক পরিচিতি
বাংলাদেশের ইসলামী আন্দোলনের দূর্জয় ঘাটি হিসেবে পরিচিতি সাতক্ষীরা জেলা। শহীদ শামসুজ্জামন খান রেজা সাতক্ষীরা জেলার শ্রীরামপুর গ্রামে ১৫ই জুন ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। পিতা মো: মোশাররফ আলী খান ছিলেন ইউপি চেয়ারম্যান। ছোট বেলা থেকেই নম্র ভদ্র ও শান্ত শিষ্ট ছিল। এলাকার সবাই আজও শাসসুজ্জামান খান রেজা ভাইয়ের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে। কিন্তু শামসুজ্জামান ভাই চলে গেলেন না ফেরার দেশ জান্নাতে।

সাংগঠনিক জীবন
শহীদ শামসুজ্জামান ভাই ছোটবেলা থেকেই ঢাকায় থাকতেন। সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছেন ঢাকার টঙ্গীতে এবং সেখানেই আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ হিসেবে মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছাত। সংগঠনের সদস্য প্রার্থী এ একটি থানা শাখার বায়তুলমাল সম্পাদক ছিলেন। তিনি নিজের দায়িত্ব পালন করেছেন কুরআন ও সুন্নাহর আলোকে। সদা চঞ্চল ও হাস্যোজ্জ্বল মুখে সকলের সাথে খুব দ্রুত মিশে যেতেন। শহীদ হওয়ার পূর্বে তার বোনকে বলেছিলেন, আপা বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন।

শিক্ষাজীবন
ঢাকার অদূরে সাভারস্থ অধীর চন্দ্র উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন এবং তেজগাঁও কলেজ ঢাকা থেকে এইচএসসি ও সর্বশেষ ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শাহাদাতের ঘটনা
২৮ ডিসেম্বর ১৯৯৩ সালে গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়ায় সন্ত্রাসীদের বোমার আঘাতে শরীর ঝাঁঝরা হয়ে যায়। পরে ৩১ ডিসেম্বর ১৯৯৩ ইং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহাদাতের অমিয় সুধা পান করেন।

জানাযা ও দাফন
জানাযার নামাজ শেষে নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্রীরামপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শহীদ শামসুজ্জামান খান রেজা ভাই এর বাণী
শহীদের বড়বোন বলেন, আহত হওয়ার পূর্ব মুহূর্তে রেজা আমাকে বলেছে ‘আপা বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন’।

শহীদের বাবার বক্তব্য
মৃত্যু সকলের জন্য অবধারিত কেউ স্বাভাবিক মৃত্যু বরণ করে আবার কেউ অস্বাভাকি মৃত্যুবরণ করে। আর কিছু মৃত্যু হয় স্মরণীয় মৃত্যু। আর রেজা সবসময় সে স্মরণীয় মৃত্যুই কামনা করত। তার মৃত্যুতে আমি মোটেও দুঃখিত না বরং শহীদের পিতা হতে পেরে আমি গর্বিত।

শহীদের মাতা যা বললেন
আমার রেজার মৃত্যুটা সবসময় নাড়া দেয়। তার মৃত্যু হতে দুইটা শিক্ষা আমরা পাই।
১। আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেশি বেশি কাজ করা। শাহাদাতের পথ ধরে জান্নাতের পথে এগিয়ে যাওয়া।
পরিশেষে আমার কথা হল আর যেন কোন সন্তান লাশ হয়ে তার মায়ের কোলে ফিরে না আসে।
২। শাহাদাতের পথ ধরে জান্নাতের পথে এগিয়ে যাওয়া।
পরিশেষে আমার কথা হল আর যেন কোন সন্তান লাশ হয়ে তার মায়ের কোলে ফিরে না আসে।
 
রাসূল (সা) এর বিপ্লবী আন্দোলনের ইতিহাস ঐতিহ্য হল ত্যাগ কোরবানি শাহাদাত ও আনুগত্যের মাধ্যমে সমাজ পরিবর্তন। শহীদ সামসুজ্জামান খান রেজা ভাই সেই রাসূল (সা)-এর আন্দোলনের উত্তরসূরি হিসেবে শাহাদাতকে হাসিমুখে গ্রহণ করেছেন। তার মর্যাদা অনেক উপরে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেত আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।

একনজরে শহীদ শামসুজ্জামান খান রেজা
নাম : শামসুজ্জামান খান রেজা
পিতা : আলহাজ্ব মোশারফ আলী খান
মাতা : মোসাম্মাৎ শামছুন্নাহার খানম
জন্মতারিখ : ১৫ জুন ১৯৭০ ইং
সাংগঠনিক মান : সদস্য প্রার্থী
সর্বশেষ দায়িত্ব : থানা বায়তুলমাল সম্পাদক
বর্তমান ঠিকানা : দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর
স্থায়ী ঠিকানা : গ্রাম- শ্রীরামপুর, পো- কুলিয়া, থানা +জেলা- সাতক্ষীরা।
শিক্ষাপ্রতিষ্ঠান : ৯ম ও ১০ম শ্রেণী অধীরচন্দ্র উচ্চবিদ্যালয়, আইকম তেজগাঁও কলেজ ঢাকা
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : অনার্স ৩য় বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা
আহত হওয়ার স্থান ও তারিখ : দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর, ২৮ ডিসেম্বর ১৯৯৩ সাল
শহীদ হওয়ার স্থান ও তারিখ : ৩১ ডিসেম্বর ১৯৯৩ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহাদাত বরণ করেন।
আঘাতের ধরন : বোমা
জীবনের লক্ষ্য ছিল : অধ্যাপনা করা।
যে শাখার শহীদ : ঢাকা মহানগরী উত্তর।
ভাই বোন : ৩ ভাই ৩ বোন
ভাই বোনদের মাঝে অবস্থান : ৫ম
পরিবারের মোট সদস্য : ৮ জন
পিতার পেশা : প্রাক্তন ইউ.পি চেয়ারম্যান
শহীদের শখ : বই পড়া
শহীদের কবরস্থান : শ্রীরামপুর পারিবারিক কবরস্থান, সাতক্ষীরা।

শহীদের সাথে সংশ্লিষ্ট বিশেষ ঘটনা
শহীদের বড় বোন বলেন; আহত হওয়ার পূর্ব মুহূর্তে রেজা আমাকে বলেছে, আপা বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন।

এক নজরে

পুরোনাম

শহীদ শামসুজ্জামান খান রেজা

পিতা

আলহাজ্ব মোশাররফ আলী খান

মাতা

মোসাম্মৎ সুফিয়া বেগম শামছুন্নাহার খানম

জন্ম তারিখ

জুলাই ১৫, ১৯৭০

ভাই বোন

৩ ভাই ৩ বোন

স্থায়ী ঠিকানা

শ্রীরামপুর, কুলিয়া, সাতক্ষীরা

সাংগঠনিক মান

সদস্য প্রার্থী

সর্বশেষ পড়ালেখা

অনার্স, ৩য় বর্ষ, হিসববিজ্ঞান, ঢাকা কলেজ

শাহাদাতের স্থান

টঙ্গীর দত্তপাড়ায় আহত হন, শাহাদাত বরণ করেন ঢাকা মেডিকেল কলেজ।