রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রশিবিরের অভিনন্দন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-এর ২০২২-২৩ সাংগঠনিক সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রায়হান আলীকে শুভেচ্ছা ও প্রাণঢালা মোবারকবাদ জানিয়েছেন।

ছাত্রশিবির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী ছাত্র মজলিসের নতুন কমিটির নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও নবমনোনীত সেক্রেটারি জেনারেল দক্ষতা ও সফলতার সাথে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। স্পষ্ট ভাবেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন প্রায়, দেশের তরুণ সমাজ চারিত্রিক ও নৈতিক দিক থেকে বিপর্যস্ত, অভিভাবকরা হতাশাগ্রস্ত। এ অবস্থায় জাতির প্রত্যাশা ছাত্র মজলিস সংকট উত্তরণে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। ছাত্র মজলিসের দক্ষ নেতৃত্ব ইসলাম, দেশ ও ছাত্রসমাজের জন্য গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনের সামগ্রিক কার্যক্রম এগিয়ে নেবেন। কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশের ছাত্রসমাজকে গড়ে তুলতে সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে তাঁরা এগিয়ে যাবেন; মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। আমাদের প্রত্যাশা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক ইসলামী ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থতা এবং দুনিয়ার কল্যাণ ও আখিরাতের সাফল্য কামনা করেন।