সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

শহীদ আব্দুল হামিদের মায়ের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

ছাত্রশিবিরের ২য় শহীদ আব্দুল হামিদের সম্মানিতা মাতা মোছাম্মাৎ হামিদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের ২য় শহীদ আব্দুল হামিদের সম্মানিতা মাতা মোছাম্মাৎ হামিদা বেগম আজ ১৩ সেপ্টেম্বর দুপুর ২.৪৫ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৫ বছর।
তাঁর ইন্তেকালে ছাত্রশিবির আরো একজন শ্রদ্ধাভাজন মমতাময়ী জননীকে হারালো। তিনি ছিলেন ইসলামের জন্য ত্যাগীজননীর উজ্জল দৃষ্টান্ত। কলিজার টুকরা সন্তান আব্দুল হামিদ শহীদ হওয়ার পর তিনি বলেছিলেন, "ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমি নিজের ছেলের মতো মনে করি। তাদের প্রতি আমার অনুরোধ, আব্দুল হামিদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ তারা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে নিতে যেন আন্তরিক প্রচেষ্টা চালায়"। প্রিয় সন্তানকে হারিয়েও তিনি ছিলেন দ্বীনের পথে অবিচল। তাঁর দৃঢ়তা আমাদের জন্য ছিলো প্রেরণার উৎস। ছাত্রশিবিরের নেতাকর্মীদের তিনি নিজ সন্তানের মতই ভালবাসতেন। ছাত্রশিবিরের প্রতি তাঁর দোয়া, ভালবাসা, প্রত্যাশা, উৎসাহ ও দিকনির্দেশনা কোন ভাবেই ভুলার নয়। আমাদের প্রিয় শহীদের সম্মানিতা মা’কে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত।

আমরা মহান মাবুদের কাছে তাঁর মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র সংগ্রাম পরিষদ সন্ত্রাসীদের নির্মম হামলায় শাহাদাত বরণ করেন আরবি বিভাগের মেধাবী ছাত্র আব্দুল হামিদ।