রবিবার, ৩১ আগস্ট ২০১৪

নিরক্ষতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে- শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপ। এগিয়ে যাওয়ার পথে অন্তরায়। তাই নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আজ কেন্দ্র ঘোষিত সপ্তাহ ব্যাপি স্বাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে স্বাক্ষরতা অভিযানের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর এক মিলনায়তনে শাখা সভাপতি এম ফয়সাল পারভেজের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক মহিউদ্দিন আহমেদ। এসময় গাজিপুর মহানগরী সভাপতি সালাহউদ্দিন আইয়্যুবি, সেক্রেটারী হাসনাইন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, পৃথিবী যখন প্রতিদিন এগিয়ে যাচ্ছে তখন শত সম্ভাবনা থাকার পরও আমরা অনেক পিছিয়ে আছি। এর অন্যতম কারণ হচেছ জনসংখ্যার বিশাল একটা অংশ এখনো নিরক্ষর। নিরক্ষতার দূর করতে ক্ষমতাবানরা মুখে মুখে সফলতার বুলি আওড়ালেও বাস্তবে অবস্থা শোচনিয়। লোক দেখানো ব্যপক কর্মসূচি গ্রহণ করলেও তা বাস্তবায়ন করা হয়না। নিকট ভবিষ্যতে দ্রুত নিরক্ষরতা দূর করার সম্ভাবনাও কম। তাই সরকারের আশায় বসে থেকে লাভ নেই। দেশ আমাদের, জনগণ আমাদের সুতরাং দায়িত্বও সবার। যার যার অবস্থান থেকে যদি আমরা নিরক্ষরতা দূর করতে আন্তরীক ভাবে চেষ্টা করি তাহলে অল্প সময়ের ব্যবধানে নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব।

প্রধান বক্তার বক্তব্যে সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশকে নিরক্ষরতা থেকে মুক্ত করতে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পবিত্র কুরআন ও হাদিসে শিক্ষা অর্জন প্রতিটি মুসলমানের উপর ফরজ করে দেয়া হয়েছে। সুতরাং নিরক্ষরতার বিষয়টিকে এড়িয়ে যাবার সুযোগ নেই। আমরা দেশের ছাত্রসমাজসহ প্রতিটি শিক্ষিত মানুষকে নিরক্ষরদে অক্ষরজ্ঞান সম্পন্ন করতে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।

পরে নেতৃবৃন্দ নিরক্ষর নারী, শিশু, বৃদ্ধ ও কিশোরদের মাঝে বই, খাতা, বোর্ডসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ