বুধবার, ০২ জুন ২০২১

সাবেক সচিব, বিশিষ্ট বুদ্ধিজীবী ও অর্থনীতিবিদ শাহ আব্দুল হান্নান-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, বিশিষ্ট বুদ্ধিজীবী ও অর্থনীতিবিদ শাহ আব্দুল হান্নান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, গত ৮ মে থেকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তেকালে জাতি একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ দেশপ্রেমিক ব্যক্তিত্বকে হারালো। তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান থাকা কালে তিনি ভ্যাট ব্যবস্থা চালুর প্রস্তাবনা দেন সরকারকে, যা রাষ্ট্রের জন্য এক অভাবনীয় সহায়ক বিষয়ে পরিণত হয়। সরকারের গুরুত্বপূর্ণ আমলা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকিং, শিক্ষা ও সমাজসেবা সেক্টরে তার অবদান অনন্য। তিনি ইসলামিক ইকনোমিক রিসার্স ব্যুরো, বাংলাদেশ ইসলামিক ইন্সটিটিউট অব থটের স্বপ্নদ্রষ্টাদের অন্যতম। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগং এর ভিসি ছিলেন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশে নানা সংকটকালে তিনি সততা, দক্ষতা ও সফলতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ ও জাতির জন্য তার অবদান আমরা কখনোই ভুলব না। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

আমরা আল্লাহ তায়া’লার নিকট তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।