শুক্রবার, ০২ এপ্রিল ২০২১

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রশিবিরের অভিনন্দন

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর ২০২১-২২ সাংগঠনিক সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে মোশাররফ হুসাইন লাবীব এবং সভাপতি পরিষদ সদস্য হিসেবে মোল্লা খালেদ সাইফুল্লাহ ও মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দায়িত্বশীল ভাইদের মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক শৃঙ্খলা ও অগ্রযাত্রা ছাত্রসমাজের জন্য প্রেরণাদায়ক। নবনির্বাচিত নেতৃবৃন্দ পরিক্ষিত ও দক্ষ। আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের চলমান কার্যক্রমকে আরো গতিশীল ও সমুন্নত করবেন, ইনশাআল্লাহ। দেশে, বিশেষ করে ইসলামী আন্দোলনের উপর সর্বগ্রাসী ষড়যন্ত্র চলছে। ইসলামী তাহজীব তামাদ্দুন যখন হুমকির সম্মুখীন, গণতান্ত্রিক ব্যবস্থা যখন বিপন্ন প্রায়, তরুণ সমাজ যখন নৈতিক দিক থেকে বিপদগ্রস্থ তখন তাঁরা ইসলাম, দেশ ও ছাত্রসমাজের জন্য গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশের ছাত্রসমাজকে গড়ে তুলতে সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। চলমান পরিস্থিতিতে দেশ ও ইসলাম প্রিয় ছাত্রজনতা ইসলামী আন্দোলনগুলোর ঐক্য গভীরভাবে উপলব্ধি করছে। এ অবস্থায় জাতি প্রত্যাশা করে খেলাফত ছাত্র মজলিস মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক ইসলামী ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ কুরে যাবে ইনশাআল্লাহ।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থ্যতা এবং দুনিয়া ও আখিরাতের সাফল্য কামনা করেন।