ছাত্রশিবিরের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক
১. সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে আল-কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
২. নৈতিকতা বিবর্জিত, লক্ষ্যহীন শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।
৩. শিক্ষাঙ্গনে সন্ত্রাস, প্রশ্নফাঁস, ডিজিটাল জালিয়াতি, ভর্তি-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইভটিজিং ও মাদক রুখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন বন্ধ, ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত ও সুষ্ঠু পরিবেশে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে ডাকসুসহ অন্যান্য ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
৫. অপসংস্কৃতির আগ্রাসন বন্ধ ও সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৬. শিক্ষা বাণিজ্যিকীকরণ বন্ধ ও শিক্ষা সামগ্রীর মূল্য হ্রাস, শিক্ষা বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে আবাসন এবং পরিবহন সংকট দূর করতে হবে।