শনিবার, ৩১ মার্চ ২০১৮

গাজা উপত্যকায় নির্বিচারে মুসলমানদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলা এবং নিরপরাধ মুসলমানদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, সম্রাজ্যবাদী অপশক্তির সহযোগিতায় অবৈধ ভাবে ইসরাইল দখলদারিত্বের পর থেকেই ফিলিস্তিনিদের সাথে বর্বর ও নৃশংস আচরণ করে আসছে। গত শুক্রবার ভূমি দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনিকে হত্যা ও সহস্রাধিক নিরপরাধ মুসলমানকে আহত হয়েছেন। কিন্তু দুঃখ জনক ভাবে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ বর্র্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করছে না। যা ইসরাইলের বর্বরতাকে আরও উস্কে দিয়েছে। যা মানবতার জন্য চরম লজ্জাজনক বিষয়। ইসরাইল নির্বিচারে মুসলমনাদেও হত্যা করে ফিলিস্তিনিদের ধ্বংস করার চেষ্টা করছে, যা কখনো সফল হবে না।

নেতৃবৃন্দ বিশ্ববাসী ও মুসলাম ওম্মাহর প্রতি আহবান জানিয়ে বলেন, জেরুজালেম শুধু কোন স্থানের নাম নয় বরং সারা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা ও প্রাণের স্পন্দন পবিত্র মাসজিদুল আকসা সেখানে অবস্থিত। ধর্মীয় ও ঐতিহাসিক ভাবে এই পবিত্র স্থান মুসলমানদের বলে স্বীকৃত। অন্যদিকে ইসরাইল একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র তা বিশ্ব স্বীকৃত।অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধারাবাহিক নৃসংশতায় নিরব থাকা তাদের বর্বরতার প্রতি সরাসরি উৎসাহ দেয়ার শামিল। প্রথম কিবলা আল আকসার প্রহরি ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার পরও হাত গুটিয়ে বসে থাকা ইমানের পরিপন্থি কাজ।

ফিলিস্তিনের জনগণের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, বায়তুল আকসার প্রহরী ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। পবিত্র ভুমি ফিলিস্তিন রক্ষায় ইহুদীবাদিদের গুলিতে শাহাদাৎ বরণকারীদের পবিত্র রক্ত বৃথা যাবে না। এই বর্বরতা অবৈধ ইসরাইলের পতনকে তরান্বিত করবে ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ অবিলম্বে ইসরাইলি বর্র্বরতা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ, ওআইসি, আরবলীগ, মানবাধিকার সংস্থা ও বিশ্ববাসীর প্রতি আহবান জানান।


ওবায়দুল্লাহ সরকার
সহকারী প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

সংশ্লিষ্ট