শনিবার, ২৭ মে ২০১৭

মাহে রমজানের স্বাগত র‌্যালী থেকে শিবির কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাহে রমজানের স্বাগত র‌্যালী থেকে কর্মী গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, পবিত্র মাহে রমজানের পূর্বক্ষণে পুলিশের এই বর্বরতায় সরকারের ফ্যাসিবাদী আচরণ নতুন করে ফুটে উঠেছে। গতকাল বিকালে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে আয়োজিত শান্তিপূর্ণ র‌্যালী শেষে বাড়ী ফেরার পথে কোন কারণ ছাড়াই ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে তিন শিবির কর্মীসহ প্রায় ১৫জনকে। পুলিশের এই ন্যাক্কারজনক কর্মকান্ডে শুধু চাঁপাইনবাবগঞ্জবাসী নয় পুরো জাতিই হতবাক ও ক্ষুদ্ধ। এই ঘৃণ্য অপকর্মের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে আয়োজিত র‌্যালীতে পুলিশের এই দায়িত্বহীন কাজ সরকারের প্রতি মানুষের ধিক্কারই বৃদ্ধি করবে। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে মাহে রমজানের স্বাগত র‌্যালী থেকে গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

নেতৃবৃন্দ বলেন, মানুষ যেখানে নির্বিঘ্নে মাহে রমজান পালনের প্রত্যাশা করছে সেখানে গ্রেপ্তারের মাধ্যমে ধর্মীয় অধিকারে বাধা ও অশান্তি সৃষ্টি করা পুলিশের কোন দায়িত্বের মধ্যে পড়ে তা আমাদের বোধগম্য নয়। পুলিশ যদি নিজেই নিপিড়ণের হাতিয়ার হয় তাহলে জনগণ যাবে কোথায়? মাহে রমজানের পূর্বেই যেখানে কালোবাজারী, চোরাকারবারি ও অবৈধ মজুতদারীদের গ্রেপ্তারের কথা। কিন্তু তা না করে বরং রমজানের পবিত্রতা রক্ষার আহবান কারীদের গ্রেপ্তারের মধ্যদিয়ে সরকারের চরম ইসলাম বিদ্বেষী মনোভই ফুটে উঠেছে। আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবী জানাচ্ছি। একই সাথে অন্যায়ভাবে হামলা মামলা বন্ধ করে রমজানে মানুষের শান্তিতে ধর্ম

সংশ্লিষ্ট